নিউজ পোল ব্যুরো: অর্থ, প্রেম, যশ—আপনার আজকের দিন কেমন যাবে? এক নজরে দেখে নিন আজকের রাশিফল (Horoscope)।
মেষ: আজ জমি বা সম্পত্তি (Property) ক্রয়-বিক্রয়ের জন্য ভালো দিন। শেয়ার বাজারে (Stock Market) বাড়তি বিনিয়োগ (Investment) চিন্তা বাড়াতে পারে। সন্তানের সাফল্যে গর্ব (Proud) অনুভব করবেন। পেটের সমস্যা হতে পারে, তাই সাবধানে চলাচল করুন। ধর্মীয় আলোচনায় সময় কাটাতে পারেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে, তবে সফল হবে না। বাড়তি খরচ হতে পারে এবং চোখের সমস্যা (Eye problem) বাড়তে পারে। কর্মব্যস্ততার মধ্যে দিন কাটবে, তবে বিভ্রাটের আশঙ্কা রয়েছে (Horoscope)।
আরও পড়ুন:Horoscope: শনিবারের রাশিফলে ভাগ্য বদলে যেতে পারে
বৃষ: বন্ধুদের সঙ্গে বিরোধের (Dispute) কারণে সাবধান থাকুন। সঞ্চয় (Savings) বাড়ানোর চেষ্টা করুন। শরীরে ভিটামিনের অভাব ঘটতে পারে। আত্মীয়দের (Relatives) সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। স্ত্রীর অতিরিক্ত খরচ সংসারে অশান্তি তৈরি করতে পারে। কর্মস্থলে নিজের বুদ্ধিতে উন্নতি হতে পারে, তবে শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে (Horoscope)।
মিথুন:পেটের সমস্যা বাড়তে পারে, তবে ব্যবসায় উন্নতি আশা করা যাচ্ছে। আর্থিক সংকট (Financial crisis) থাকলেও তা দূর হবে। অতিরিক্ত ঝামেলায় না জড়ানোই ভালো। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে কর্মক্ষেত্রে সফলতা (Success) পাবেন। সুগারের সমস্যা থাকতে পারে। অতিথি আসতে পারেন।
কর্কট: ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ (Investment) না করাই ভালো। মাথা গরম করার কারণে কাজ ব্যর্থ হতে পারে। পিঠের ব্যথা সমস্যা তৈরি করবে। আর্থিক উন্নতি না হলেও দাম্পত্য জীবন সুখী থাকবে। সন্তানদের কাছ থেকে সাহায্য পাবেন, তবে কর্মে আলস্য না দেখালে ক্ষতি হতে পারে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
কন্যা: নিয়ম ভাঙলে বিপদ হতে পারে, তবে উচ্চশিক্ষায় (higher education)শুভ যোগ। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হতে পারে। অতিরিক্ত অর্থব্যয়ে সতর্ক (Alert) থাকুন। কাউকে অতিরিক্ত উদারতা না দেখানোই ভালো। আইনি ঝামেলায় পড়তে পারেন, তাই সাবধান থাকুন।
সিংহ: ভাই-বোনের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা। মা-বাবার সম্পত্তি (Property) থেকে কিছু লাভ হতে পারে। তবে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ করবেন। ব্যয়ের সম্ভাবনা থাকলেও ব্যবসা ঠিক থাকবে।
তুলা: ভুল কাজে অনুতাপ হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীর খারাপ হতে পারে। শত্রুরা অপদস্থ করতে পারে। ব্যক্তিগত আলোচনা অশান্তি সৃষ্টি করতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে, তবে সেবামূলক কাজে আনন্দ পাবেন।
বৃশ্চিক: কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক প্রতিপত্তি বাড়ার সুযোগ। পুরনো কিছু আশা নষ্ট হতে পারে, তবে প্রেমে বিশ্বাস (Trust) ফিরে আসবে। কোমরের যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় চাপের জন্য সংসারে সময় না দিতে পারায় বিবাদ হতে পারে।
ধনু: সাংসারিক কারণে মানসিক চাপ বাড়তে পারে। আজ এক সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না এবং তর্কবিতর্ক থেকে দূরে থাকুন। মায়ের দায়িত্ব পালন না করায় পরিবারে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চা থেকে বিরত না থাকলে ভালো ফল পাবেন।
মকর: ব্যয় বৃদ্ধি পেতে পারে, তবে সম্পত্তির সমস্যা মিটবে। কারও উপকার করতে গিয়ে বিপদে পড়তে পারেন। মামলা-মোকদ্দমা নিয়ে ঝামেলা হতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। পরিবারে সুনাম বৃদ্ধি পাবে। খরচ বেড়ে যাবে, তবে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন।
কুম্ভ: বাতজাতীয় রোগে কষ্ট হতে পারে, তবে কর্মস্থলে মতামত প্রকাশ না করাই ভালো। স্ত্রীর সঙ্গে তর্ক না করার চেষ্টা করুন। দূর দেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে, তবে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
মীন: বাড়িতে চুরির ভয় থাকতে পারে। অর্থনৈতিক সমস্যায় পড়তে হতে পারে, তবে ধৈর্য ধরে চললে ভালো ফল পাবেন। সন্তানদের কাজের বিষয়ে সুখবর আসতে পারে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন এবং নিজের সুবিধার জন্য কাজ করুন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT