KKR vs RCB: কলকাতার বুকে আরসিবি থুড়ি ‘কোহলি’ ঝড়

breakingnews আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ঝড় উঠল। বৃষ্টি‌ও হল। তবে ম্যাচ ভেস্তে গেল না তাতে। বরং তারিয়ে তারিয়ে তা উপভোগ করলেন শহরের ক্রিকেট ভক্তরা। তবে শনিবারের রাতে ইডেন জুড়ে উঠল শুধুই আরসিবি ঝড়। তা সে মাঠের মধ্যে হোক বা বাইরে। গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল যে বিরাট কোহলির (Virat Kohli) দলকে ঘিরে শহরে উন্মাদনা তুঙ্গে। এদিন‌ও তার অন্যথা হল না। কলকাতার (Kolkata Knight Riders) সমর্থকদের রীতিমত টেক্কা দিলেন বেঙ্গালুরু (Royal Challengers Bangalore) ভক্তরা থুড়ি বলা ভাল কোহলি ভক্তরা। ইডেনের (Eden Gardens) সামনে রাস্তার দুধারে জার্সি, টুপি, ফ্ল্যাগের পসরা সাজিয়ে বসেছিলেন যারা তাদের থেকে খোঁজ নিয়েও জানা গেল যে কেকেআরের (KKR) তুলনায় বেশি বিক্রি হচ্ছে আরসিবির (RCB) জার্সি, টুপি ইত্যাদি। ম্যাচ দেখতে আসা জনতার‌ও অর্ধেকের বেশি লাল জার্সিতে। আর ম্যাচেও রাহানের দলকে মাত দিল কোহলি-পতিদারদের দল। আইপিএল ২০২৫ (IPL 2025) -এর প্রথম ম্যাচে (KKR vs RCB) কেকেআর হারল ৭ উইকেটে।

আর‌ও পড়ুন: KKR vs RCB: ‘আঠারো’ মাতাতে বরুণদেবের পানে চেয়ে ইডেন

শনিবার শুরুতেই হিট আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আঠারোয় পা রাখল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মঞ্চ প্রস্তুত ছিল‌ই। শুধু ছিল বৃষ্টির ভ্রুকুটি। কিন্তু মেঘের কোলে যেন রোদ হাসল। প্রসন্ন হলেন বরুণ দেব। বৃষ্টির ছিটেফোঁটা‌ও নেই। বরং গরমের হাঁসফাঁসানি উড়িয়ে মনোরম পরিবেশে মন মাতালেন শ্রেয়া-দিশা-করণ। সঙ্গে উপরি পাওনা কিং খান। নাইটদের বাদশার সঙ্গে ‘পাঠান’ গানে পা মেলালেন বিরাট কোহলি। আতশবাজির ঝলকানি আর জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু শাহরুখের সামনে ঘরের মাঠে ঝড় তুলতে ব্যর্থ হলেন নাইটরা (KKR vs RCB)।

টস (KKR vs RCB) জিতলেন আরসিবির নয়া অধিনায়ক রজত পতিদার। নিলেন বোলিং। আর প্রথম ওভারের তৃতীয় বলে একবার উইকেট বাঁচলেও পঞ্চম বলে মাত্র ৪ রান কুইন্টন ডি কককে তুলে নিয়ে কেকেআর শিবিরে প্রথম আঘাত হানেন জশ হ্যাজলেউড। প্রথম তিন ওভারে আসে মাত্র ৩ রান। ব্যাটে বলে লাগাতেই পারছিলেন না সুনীল নারিন। এরপরেই শুরু হয় রাহানের পাল্টা প্রহার। ঘরোয়া ক্রিকেটের ফর্ম বজায় রেখে নাইট অধিনায়ক মান রাখলেন দলের। তাঁর ৩১ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস এবং নারিনের ২৬ বলে ৪৪ রানের সুবাদে ১০ ওভারেই ১০০ তুলে ফেলে কেকেআর। তখন মনে হচ্ছিল বড় রানের ইমারত গড়বেন নাইটরা। কিন্তু এরপরেই পরপর দুই ওভারে নারিন এবং রাহানেকে ফেরালেন রসিক সালাম এবং ক্রুণাল পান্ড্য। যারপর থেকে একের পর এক ব্যর্থ হতে থাকলেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু, রাসেলরা।

ক্রুণাল পান্ড্যর ঘূর্ণি এবং হ্যাজলউড-যশ দয়াল-রসিক সালামদের কৃপণ বোলিংয়ের সামনে কার্যত ধ্বস (KKR vs RCB) নামল কেকেআর মিডল অর্ডারে। ২৩ কোটি ৭৫ লাখের নাইট সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার ক্রুণালের বলে যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তাতে তাঁর দাম নিয়ে প্রশ্ন উঠলেও অবাক হ‌ওয়ার কিছু থাকবে না। রিঙ্কু সিং‌ও যেন তাঁর ‘ফিনিশার’ তকমা হারাচ্ছেন ধীরে ধীরে। রকেটের গতিতে উত্থান হলেও জৌলুস হারাচ্ছে তাঁর ব্যাট। ক্রুণালের বলে বোল্ড হয়ে তিনিও ফিরলেন মাত্র ১২ রান করে। ভরসা ছিল রাসেলের উপর। কিন্তু প্রাক্তন নাইট লেগস্পিনার সুয়শ শর্মা রাসেল ঝড় আছড়ে পড়ার আগেই থামিয়ে দিয়ে অব্যাহত রাখলেন আরসিবি ঝড়। ৪ রানে বোল্ড হলেন মাসেল রাসেল। তুলনামূলক ভালো খেললেন তরুণ অঙ্গকৃশ রঘুবংশী। ম্যানেজমেন্টের আস্থা রেখে ২২ বলে ৩০ রান করে ১৭৪ রানের সম্মানজনক টোটালে পৌঁছে দেন দলের স্কোর। বেঙ্গালুরুর হয়ে ৩ উইকেট নেন ক্রুণাল পান্ড্য। ২ উইকেট নেন অজি পেসার জশ হ্যাজলেউড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললেও আইপিএলে স্বমহিমায় ফিরে এলেন তিনি। একটি করে উইকেট নেন সুয়শ শর্মা, রসিক সালাম এবং যশ দয়াল।

দ্বিতীয় ইনিংস শুরু হতেই ঝড় উঠল (KKR vs RCB) যেন ক্রিকেটের নন্দন কাননে। ১৭৫ রান তাড়া করতে নেমে ৪,৬ -এর বৃষ্টি নামালেন নাইটদের প্রাক্তন সৈনিক ফিল সল্ট এবং যাঁকে ঘিরে এত উন্মাদনা সেই কিং কোহলি। পাওয়ার প্লে শেষে আরসিবি তুলল ৮০। আইপিএলের ইতিহাসে পাওয়ারপ্লেতে যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। চতুর্থ ওভারে প্রাক্তন সতীর্থ বরুণ চক্রবর্তীকে একের পর এক বলে মাঠের বাইরে পাঠালেন ইংলিশ উইকেট রক্ষক ব্যাটার সল্ট। তবে শেষ হাসি হাসলেন বরুণ‌ই। ৮.৩ ওভারে সল্টকে যখন ফেরালেন তিনি তখন ইতিমধ্যেই ৩১ বলে ৫৬ রান করে কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে গেছেন প্রাক্তন নাইট। এরপর শুধুই কোহলি শো। একের পর এক বল যখন উড়ে পড়ছে গ্যালারির বুকে। তখন পঁয়ষট্টি হাজারি ইডেনের শব্দব্রহ্ম যেন মাত্রা ছাড়াচ্ছে। যা দেখে বোঝা দায় এ শহরে আদেও কেকেআর ভক্ত আছেন তো!

আইপিএলে নিজের ৫৬তম অর্ধশতরান সম্পূর্ণ করলেন বিরাট। কেরিয়ারের ৪০০ তম টি-২০ ম্যাচে ৩৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকলেন। ১৬ বলে ৩৪ রান করে এবং ৫ বলে ১৫ রান করে অপরাজিত থেকে ২২ বল বাকি থাকতেই জয় তুলে নিলেন যথাক্রমে রজত পতিদার এবং লিয়াম লিভিংস্টোন। ইডেন কোহলির পয়া মাঠ। আর এদিন যেভাবে শুরু করলেন তাতে আইপিএলের ১৮তম বর্ষে ১৮ নম্বর জার্সির হাতে কাপ উঠতেই পারে। দেশের হয়ে চারখানা আইসিসি ট্রফি জিতলেও অধরা থেকে গেছে শুধু এই আইপিএল ট্রফিটাই। কে বলতে পারে ‘১৮’ সম্পূর্ণ করে দিতে পারে সেই শূণ্যস্থান! শুরুটা একেবারেই ভাল হল না গতবারের চ্যাম্পিয়নদের। ডেথ ওভারে রান এর না। পাওয়ার প্লেতে ব্যর্থ বৈভব আরোরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভেলকি দেখালেও এদিন ডাঁহা ফেল হলেন বরুণ চক্রবর্তী। তাঁর উপর রান রেট‌ও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হলে আজ। গৌতি স্যার থাকলে না হয় সামলে নিতেন। কিন্তু পন্ডিত-ব্র্যাভোরা কি পারবেন? উত্তর সময় বলবে। আপাতত শহরের বুকে তান্ডব চালালো ‘আরসিবা’ থুড়ি ‘কোহলি’ ঝড়। যে ঝড়ে উড়ে গেল কেকেআর (KKR vs RCB)।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সংক্ষিপ্ত স্কোর:

কেকেআর ১৭৪/৮ (২০)

অজিঙ্ক রাহানে ৫৬(৩১), সুনীল নারিন ৪৪(২৬)

ক্রুণাল পান্ড্য ৩/২৯ (8), জশ হ্যাজলউড ২/২২ (8)

আরসিবি ১৭৭/৩ (১৬.২)

বিরাট কোহলি ৫৯(৩৬)*, ফিল সল্ট ৫৬(৩১)

সুনীল নারিন ১/২৭ (8)