Sikkim: বরফের চাদরে সিকিম, পর্যটকদের স্বপ্নের জায়গা

oftbeat ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: সিকিমের (Sikkim) ছাঙ্গু লেক (Changu Lake) এখন এক নতুন রূপে ধরা দিয়েছে, বরফে ঢেকে যাওয়া এই দর্শনীয় স্থান (Sightseeing) পর্যটকদের জন্য এক স্বপ্নিল অভিজ্ঞতা! ছাঙ্গু লেকের তুষারপাতের (Snowfall) মাঝে সৌন্দর্য যেন আরও এক নতুন মাত্রা পেয়েছে, সিকিমের (Sikkim) এই প্রাকৃতিক দৃষ্টিতে মুগ্ধ হচ্ছেন ভ্রমণপ্রেমীরা।

আর‌ও পড়ুন: Honeymoon Destination: হানিমুন প্ল্যান নিয়ে চিন্তা? কম বাজেটেই ঘুরে আসুন এই জায়গা থেকে

ছাঙ্গু সিকিমের (Sikkim) অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তবে আজকাল যেন হয়ে উঠেছে বরফে ঢাকা এক অসাধারণ স্থানে। দুপুর থেকে শুরু হওয়া তুষারপাত এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে রাস্তা, বাড়িঘর সবই বরফের চাদরে ঢাকা পড়ে যায়। পর্যটকরা যখন এই দৃশ্য দেখতে পান, তখন তারা আনন্দের ঢেউয়ে ভাসছিল। তুষারপাতের সাথে সঙ্গতিপূর্ণ ভাবে পর্যটকরা বরফে খেলতে শুরু করেন এবং স্নো ম্যান বানানোর সাথে সাথে ছবি তোলারও এক উৎসব শুরু হয়।

তবে সিকিম প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত সতর্ক। এত বড় পর্যটক সমাগমের কারণে কোনও ঝুঁকি নিতে তারা প্রস্তুত নয়। সিকিম প্রশাসন জানিয়েছে, ছাঙ্গুর রাস্তা আপাতত বন্ধ রাখা হয়েছে তুষারপাতের কারণে। তবে সিকিম প্রশাসন জরুরি ভিত্তিতে রাস্তা পুনরুদ্ধারে কাজ শুরু করেছে এবং শীঘ্রই রাস্তা সচল করার আশা করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সিকিমে এই তুষারপাত শুধু পর্যটকদের কাছে নয়, স্থানীয় বাসিন্দাদের জন্যও এক চমকপ্রদ অভিজ্ঞতা। সেখানে সময় কাটানো যেকোনো পর্যটকের জন্য এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে।