Balurghat Municipality: উৎসবের রঙে বালুরঘাট পৌরসভা, ৭৫ বছরের উদযাপন

জেলা রাজ্য সংস্কৃতি

নিউজ পোল ব্যুরো: ৭৫ বছর পূর্তি দিবস উদযাপন বালুরঘাট পৌরসভায় (Balurghat Municipality) । সেই উপলক্ষে ২২ ও ২৩ মার্চ দুই দিনব্যাপী একটি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র (Biplab Mitra)। ৭৫ বছর পূর্তি উপলক্ষে বালুরঘাট পৌরসভায় (Balurghat Municipality) পতাকা উত্তোলন এবং ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ বছর বালুরঘাট (Balurghat) পৌরসভার নতুন বোর্ডের তিন বছর পূর্ণ হয়েছে। এই তিন বছরে পৌরসভা (Balurghat Municipality) শহরে নানা উন্নয়নমূলক কাজ করেছে, যা উৎসবের অনুষ্ঠানে তুলে ধরা হয়। একটি বিশেষ বইয়ের মাধ্যমে শহরের উন্নয়নের ধারাকে স্পষ্টভাবে তুলে ধরা হয়, যেখানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিস্তারিত বর্ণনা রয়েছে।

আরও পড়ুন:Balurghat: মৌমাছির হানায় আতঙ্ক, আহত ১৫ জন

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, প্রাক্তন পৌরপ্রধান রাজেন শীল, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সহ পৌরসভা সদস্যরা এবং কর্মীরা। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সম্মানীয় ব্যক্তিত্বরা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

বালুরঘাট পৌরসভার (Balurghat Municipality) পক্ষ থেকে বালুরঘাটের গর্বিত ক্রীড়াবিদ সুমিত মহন্তকে সম্মাননা প্রদান করা হয়। সুমিত মহন্ত তার কৃতিত্বের জন্য সকলের প্রশংসা অর্জন করেন। দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা অভিনেতা এবং কমেডিয়ান বিশ্বনাথ বসু, যিনি তার মঞ্চস্থ পরিবেশনায় দর্শকদের হাস্যরসে ভরিয়ে তুলবেন।

অন্যদিকে, মন্ত্রী বিপ্লব মিত্র তার ভাষণে পৌরসভার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। অশোক কুমার মিত্র, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান হিসেবে তার ভূমিকা ও পৌরসভার নানা কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন। এই উৎসবটি ছিল বালুরঘাটের জন্য এক স্মরণীয় এবং গর্বিত মুহূর্ত, যেখানে শাসক ও জনগণের মধ্যে এক ঐক্যবদ্ধ সম্পর্কের প্রতিফলন ঘটেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT