বাড়িতেই অত্যাচার করা হতো পুলিশকর্মীকে! শেষ পরিণতি মৃত্যু

অপরাধ

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ কলকাতায় পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে নিয়ে বাড়ছে রহস্য। ঘটনাটি রিজেন্ট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকার। জানা গেছে মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায়। তিনি আলিপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন। তাঁর আকস্মিক রহস্য মৃত্যুর ঘটনায় সন্দেহের তীর উঠেছে স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে। সন্দেহ প্রকাশ করেছেন প্রতিবেশীরা। বাড়িতে প্রায়ই মারধর করা হতো পুলিশ কর্মীকে!

তবে জানা গেছে, ওই পুলিশকর্মী চিকিৎসাজনিত কারণে আপাতত ছুটিতে ছিলেন। বাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তাঁর। এরই মধ্যে দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মৃত পুলিশকর্মীর স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুরু হয়েছে রহস্যজনক মৃত্যু ঘটনার তদন্ত।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই নার্ভের সমস্যায় ভুগছিলেন এই মৃত পুলিশ কর্মী। হাঁটা চলায় সমস্যা ছিল তার। হাঁটায় সমস্যা ছিল। বহুদিন চিকিৎসার চলছিল বাঙ্গুর হাসপাতালে। আজ শুক্রবার সকালেই প্রতিবেশীরা জানতে পারেন তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু কারণ তখনও অস্পষ্ট। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

প্রতিবেশীদের অভিযোগ, দিনের পর দিন মৃত পুলিশকর্মীর ওপর অত্যাচার চালাতো তাঁর স্ত্রী ও ছেলে। রীতিমতো মারধর করা হতো। ঠিক মতো খেতেও দেওয়া হত না বলে অভিযোগ। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। এখন প্রশ্ন একটাই তবে কি খুন? নাকি স্বাভাবিক মৃত্যু? ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে সবটা।