নিউজ পোল ব্যুরো: ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের পাদ্রি কুঠি এলাকায় আবারও ধরা পড়ল এক পূর্ণবয়স্ক চিতাবাঘ (Leopard)। রবিবার ভোরবেলায় বনদপ্তরের (Forest Department) পাতানো খাঁচায় (Cage Trap) চিতাটি আটকা পড়ে। স্থানীয়দের মতে, বেশ কিছুদিন ধরে ওই অঞ্চলে চিতাবাঘের উপদ্রব বৃদ্ধি পেয়েছিল। সন্ধ্যার পরেই এলাকায় চিতার আনাগোনা বাড়ছিল। বাড়ির উঠোন থেকে ছাগল (Goat) ও শুকর (Pig) তুলে নিয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এই সমস্যা নিরসনে বনদপ্তর প্রায় ২০-২৫ দিন আগে বিশেষভাবে প্রস্তুত খাঁচা স্থাপন করেছিল, যেখানে ছাগলকে টোপ হিসেবে রাখা হয়েছিল। অবশেষে সেই প্রচেষ্টা সফল হল।
রবিবার ভোররাতে স্থানীয়রা আচমকা চিতাবাঘের গর্জন (Roar) শুনতে পান। কৌতূহলী গ্রামবাসীরা কাছে গিয়ে দেখেন, একটি বিশাল আকৃতির চিতাবাঘ খাঁচার মধ্যে আটকে পড়েছে এবং ছটফট করছে। মুহূর্তের মধ্যে খবর চাউর হয়ে যায়, ফলে বহু মানুষ চিতাবাঘটিকে দেখতে ভিড় জমান এলাকায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে বনদপ্তরকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া স্কোয়াড (Khunia Squad) ও তাদের রেঞ্জার সজল কুমার দে-র নেতৃত্বে একটি দল। বনকর্মীরা অত্যন্ত সাবধানে খাঁচাবন্দি চিতাটিকে উদ্ধার করেন এবং নিয়ে যান।

আরও পড়ুন:Fraud case: বিরাট বড় সাইবার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃত চিতাবাঘটিকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা (Health Check-up) করা হবে। বিশেষজ্ঞদের মতে, উদ্ধার করা চিতাবাঘটি সম্পূর্ণ সুস্থ থাকলে তাকে গরুমারা জাতীয় উদ্যানে (Gorumara National Park) বা সংলগ্ন গভীর জঙ্গলে মুক্ত করে দেওয়া হবে। স্থানীয়রা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও এখনো আতঙ্ক পুরোপুরি কাটেনি। এর আগেও একাধিকবার চিতাবাঘ ধরা পড়েছে এই অঞ্চলে। বিশেষজ্ঞদের মতে, জঙ্গলের খাদ্যের অভাব এবং ক্রমাগত বনাঞ্চল ধ্বংসের কারণে (Deforestation) বন্যপ্রাণীরা (Wildlife) জনবসতিতে প্রবেশ করছে। তবে বনদপ্তর ও স্থানীয় প্রশাসনের (Local Administration) তৎপরতায় এই সমস্যা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/1BjSz19hXY/