নিউজ পোল ব্যুরো: শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্রীনিকেতন মোড়ে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল স্থানীয় মানুষজন (Shantiniketan Incident)। অভিযোগ উঠেছে, ট্রাফিক পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা (Civic Volunteers) রাস্তায় যানবাহন থামিয়ে বেআইনিভাবে টাকা আদায় করছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তা এক বিশাল বচসার (Clash) রূপ নেয়।
আরও পড়ুন:- Shantiniketan Dol Utsav 2025: শান্তিনিকেতনে কোথাও দোল খেলার নিষেধাজ্ঞা নেই: পুলিশ
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শ্রীনিকেতন মোড়ের (Sriniketan More) উপর দিয়ে যাওয়া বিভিন্ন যানবাহন (Vehicles) থেকে সিভিক ভলেন্টিয়াররা (Traffic Volunteers) টাকা তুলছিলেন। যাত্রী ও চালকদের কাছ থেকে বেআইনিভাবে (Illegal Collection) অর্থ আদায়ের কারণে মানুষের মধ্যে ক্রমাগত ক্ষোভ জমছিল। রবিবার সকালে এই ঘটনার পুনরাবৃত্তি হলে স্থানীয়রা সরাসরি প্রতিবাদে নামে। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া এই বচসা ক্রমেই তীব্র আকার ধারণ করে। প্রতিবাদের অংশ হিসেবে (Shantiniketan Incident) তারা রাস্তায় অবরোধ (Road Blockade) শুরু করে দেন। ফলে যান চলাচল (Traffic Movement) সম্পূর্ণভাবে ব্যাহত হয়। একাধিক গাড়ি রাস্তার মাঝেই আটকে পড়ে। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির সম্মুখীন হন। অনেক অফিসগামী ও স্কুলগামী মানুষ দীর্ঘক্ষণ রাস্তায় আটকে পড়েন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এত বড় ঘটনা ছড়িয়ে পড়ার পর প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়। বোলপুর মহকুমার পুলিশ আধিকারিক (SDPO of Bolpur) রিকি আগরওয়াল (Ricky Agarwal) দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন যে, ভবিষ্যতে এই ধরনের বেআইনি অর্থ আদায়ের ঘটনা (Illegal Collection of Money) ঘটবে না। তার আশ্বাসের পর অবশেষে অবরোধ তুলে নেওয়া হয়। এই ঘটনার পর স্থানীয়দের একাংশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে এই ধরনের বেআইনি কাজ চললেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। তবে পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ভবিষ্যতে সিভিক ভলেন্টিয়ারদের কার্যক্রমের উপর কঠোর নজরদারি (Strict Monitoring) রাখা হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই ঘটনায় (Shantiniketan Incident) শহরের আইন-শৃঙ্খলা (Law & Order) পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষ চাইছেন, ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে থাকা স্বেচ্ছাসেবকদের (Civic Volunteers Under Traffic Police) কার্যকলাপের ওপর প্রশাসনের কড়া নজরদারি থাকুক, যাতে এ ধরনের অভিযোগ আর না ওঠে।