Water Crisis: জলেই ডায়রিয়া! কী বলছেন স্থানীয়রা?

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফের জলসংকটের (Water Crisis) কারণে ডায়রিয়ার (Diarrhea) প্রকোপ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার (Howrah) কামারহাটি পুরসভা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে অন্তত ৪০ থেকে ৫০ জন মানুষ পেটের অসুখে ভুগছেন এবং তাঁদের হাসপাতালে (Hotspital) ভর্তি করা হয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জলসংকট (Water Crisis) চললেও, স্থানীয় কাউন্সিলরের কাছে বারবার অভিযোগ জানানো হলেও তার কোনও সুরাহা হয়নি। এ কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন:Shantiniketan Incident: সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

স্থানীয়দের মতে, এই অঞ্চলে জল নিয়ে সমস্যা (Water Crisis) শুধু বর্তমান সময়েই নয় বরং বহুদিন ধরে চলে আসছে। তাঁরা দাবি করছেন, ওই জলে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা পানীয়জলে মিশে গিয়ে অসুখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। জল থেকে ডায়রিয়া (Diarrhea) ছড়ানোর অভিযোগও তুলেছেন তাঁরা। প্রায় পাঁচদিন ধরে অনেকেই অসুস্থ হয়ে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং কামারহাটি ইএসআই হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, “এটা শুধু জল সমস্যার বিষয় নয়, আরও অনেক সমস্যা (Problem) রয়েছে। কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি। স্থানীয় কাউকে বলে কিছু হবে না, শুধুমাত্র দিদির (মুখ্যমন্ত্রী) কাছে জানালে হয়তো কিছু হবে।” অন্যদিকে, হাসপাতালের বেডে শুয়ে একজন বাসিন্দা জানান, “অনেকবার বমি হয়েছে এবং শরীরে আরও অনেক উপসর্গ দেখা দিয়েছে। আমি খুবই অসুস্থ।”

এদিকে, কামারহাটি পুরসভা (Kamarhati Municipality) এলাকার পক্ষ থেকে পানি পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এলাকায় স্থানীয় কাউন্সিলর নির্মালা রায় মাইক দিয়ে প্রচারও করেছেন। তবে সূত্রের খবর, তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি সম্পর্কে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনার ওপর নজর রাখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।এলাকার বাসিন্দাদের দাবি, জল সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তাদের সমস্যা বাড়তেই থাকবে, আর কোনও সরকারি উদ্যোগ নিলে তারা সেই সম্পর্কে নিশ্চিত হতে চান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT