নিউজ পোল ব্যুরো: আজকের দিনটি কেমন যাবে? কে পাচ্ছে ভাগ্যের সঙ্গ? কারা পেতে পারে অর্থ? জানুন আজকের রাশিফল (Today Horoscope)।
মেষ: আর্থিক পরিকল্পনার দিকে মনোযোগ দিলে সফলতা আসবে (Today Horoscope)। পূর্বে আটকে থাকা আর্থিক (Financial) বিষয়গুলো সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই-বোনদের কাছ থেকে আনন্দ এবং সহায়তা পাবেন। ব্যবসায় (Business) আয় বৃদ্ধি পাবে। পরিবারের বড়দের সহায়তায় পৈতৃক সম্পদ সম্পর্কিত বিষয় মিটে যাবে।
আরও পড়ুন:Horoscope: উন্নতির যাত্রা শুরু, রবিবারের রাশিফল
বৃষ: ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা (Today Horoscope)। প্রেমের সম্পর্কের (Love relationship) মধ্যে উত্তেজনা থাকতে পারে। শ্বশুরবাড়ি থেকে কিছু শুভ সংবাদ আসবে। বেকাররা নতুন কর্মসংস্থান (Employment) পেতে পারেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্যে আর্থিক লাভ হবে। পৈতৃক সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে। শেয়ার, লটারি, দালালি ও ফটকা থেকে আয় হতে পারে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
মিথুন: আর্থিক (Financial) দিক থেকে কিছু উত্থান-পতন হতে পারে। নির্মাণ সংক্রান্ত কাজে লাভের সম্ভাবনা। রাজনীতিতে বড় ধরনের বিনিয়োগের (Investment) সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকুন। বিদেশ থেকে অর্থ বা গয়নাগাটি আসতে পারে। সঞ্চিত অর্থ খরচ করা থেকে বিরত থাকুন।
কর্কট: আজকের পরিবর্তনগুলো ইতিবাচক হতে পারে। লটারি, দালালি থেকে আকস্মিক লাভের সুযোগ আছে। বিপরীত লিঙ্গের কাছ থেকে কাঙ্ক্ষিত সমাধান পেতে পারেন। সন্তানের চাকরি বা কর্মজীবন (Career) থেকে আর্থিক লাভ হতে পারে। সামাজিক কাজে অর্থ খরচ করুন, তবে অপচয় এড়িয়ে চলুন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সিংহ: আর্থিক ক্ষেত্রে করা প্রচেষ্টা সফল হবে। হঠাৎ আয় ও খরচ হতে পারে। গাড়ি, বাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা হতে পারে। অর্থের বিষয়ে সতর্ক এবং বিচক্ষণ সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করে কোনো পুঁজি বিনিয়োগ (Investment) করবেন না। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু পরিশ্রম করতে হতে পারে।