নিউজ পোল ব্যুরো: গ্রীষ্মের দাপট শুরু হওয়ার আগেই স্বস্তির খবর দক্ষিণবঙ্গের জন্য। মার্চের মাঝামাঝি থেকেই যে অস্বস্তিকর গরম (heatwave) রাজ্যবাসীকে কষ্ট দিচ্ছিল, তা আপাতত উধাও (Today Weather)। প্রবল ঝড়-বৃষ্টি (thunderstorm and rainfall) দক্ষিণবঙ্গের আবহাওয়াকে পুরোপুরি বদলে দিয়েছে। বেশ কয়েকটি জেলায় এক ধাক্কায় কমেছে তাপমাত্রা (temperature drop), আর তার ফলে তৈরি হয়েছে শীতের মতো আরামদায়ক অনুভূতি। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ ছিল মেঘাচ্ছন্ন (cloudy sky), সঙ্গে ছিল দফায় দফায় বৃষ্টি। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত প্রবল ঝড়-বৃষ্টি রাজ্যের তাপমাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছে। আবহাওয়া দপ্তরের (weather department) পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি আরও কিছুদিন স্থায়ী হতে পারে।
আরও পড়ুন:- Today Forecast: প্রবল দাবদাহের পর আসছে স্বস্তির বৃষ্টি!
বিশেষত পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) এবং দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas)-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত (scattered rain) হয়েছে। সোমবার (Today Weather) দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ (thunderstorm with lightning) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে (২৬ মার্চ) আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হবে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) অনেকটা কমেছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। এরপর ২৫ মার্চ পর্যন্ত তাপমাত্রা একই থাকবে। তবে ২৮ মার্চের পর থেকে ফের তাপমাত্রা বাড়তে (temperature rise) শুরু করবে এবং এক ধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়াতেও (weather change) বড় পরিবর্তন দেখা গেছে। মার্চের শেষ দিকে এসে উত্তরের একাধিক জেলা বৃষ্টিতে ভিজছে। দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পং (Kalimpong) সহ পার্বত্য এলাকাগুলিতে (hilly regions) আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের তাপমাত্রা (temperature in North Bengal) ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
আবহাওয়ার পরিবর্তনের (Today Weather) ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা (yellow alert) জারি করেছে হাওয়া অফিস। বিশেষ করে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার (gusty wind) সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই মনোরম আবহাওয়া বেশি দিন স্থায়ী না হলেও, আপাতত গ্রীষ্মের দাবদাহ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাসিন্দারা। তবে আগামী কয়েক দিনের মধ্যেই গরম ফের ফিরে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আবহাওয়ার পরিবর্তনের দিকে সবার নজর রাখতে হবে।