নিউজ পোল ব্যুরো: শেয়ার বাজারে (Share Bazar) বিনিয়োগের (Investment) মাধ্যমে ট্রেন (Train) কেনার স্বপ্ন পূরণ সম্ভব কিনা সেটা বলা মুশকিল। তবে সঠিকভাবে বিনিয়োগ (Investment)!করলে বিলাসবহুল গাড়ি কেনারñ স্বপ্ন পূরণ করা বেশ সহজ হতে পারে। যদি ভবিষ্যতে ট্রেন কেনার স্বপ্ন থাকে তবে রেল সেক্টরে বিনিয়োগ করা একটি ভালো পথ হতে পারে। বিশেষজ্ঞরা জানান, কোনো কোম্পানির (Company) শেয়ারে বিনিয়োগ করা মানে সেই কোম্পানির অংশীদার হওয়া তাই রেল সেক্টরে বিনিয়োগ করলে রেলের ভবিষ্যতের উন্নতির সাথে আপনার লাভও বাড়বে। কিন্তু রেল সেক্টরে বিনিয়োগের সুযোগ কীভাবে পাওয়া যাবে?
আরও পড়ুন:https://thenewspole.com/2025/03/22/vande-bharat-train-fare-reduction-plans/
বর্তমানে ভারতীয় রেলের উন্নয়নের কাজের দায়িত্বে রয়েছে অনেক সরকারি সংস্থা। যার মধ্যে একটি হল রেল বিকাশ নিগম (RVNL)। রেল বিকাশ নিগম (RVNL) ভারতের রেল মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এবং দেশের বিভিন্ন অঞ্চলে রেল পরিবহণের উন্নয়নমূলক কাজগুলো পরিচালনা করে। ফলে এই সংস্থার শেয়ারের মূল্য সময়ের সাথে সাথে বাড়তে পারে, যত বেশি কাজ তারা সম্পাদন করবে। বর্তমানে, রেল বিকাশ নিগম (RVNL)-এর শেয়ার মূল্য প্রায় ৩৬১ টাকা। যা গত মাসে সর্বোচ্চ ৩৭৫ টাকা এবং সর্বনিম্ন ৩৫২ টাকায় পৌঁছেছে। গত বছর RVNL শেয়ারের মূল্য প্রায় ৬৩০ টাকায় উঠেছিল তবে এখন সেই উচ্চতা থেকে অনেকটাই নিচে এসেছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
বিশেষজ্ঞদের মতে, গত তিন বছরে আরভিএনএল শেয়ারের মূল্য প্রায় ৯২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল তবে গত বছরের মাঝামাঝি থেকে এটি কমতে শুরু করেছে। তবুও এটি খুবই ধীরে ধীরে কমছে ও একেবারে পতন ঘটছে না। RVNL-এর শেয়ার মূল্য সাধারণত ৩৫০ থেকে ৩৭০ টাকার মধ্যে ওঠানামা করে থাকে। এর অস্থিরতা বা ভোলাটিলিটি ১.৪৬, অর্থাৎ বাজারের ওঠানামার তুলনায় আরভিএনএল-এর শেয়ার অনেক বেশি অস্থির। যদি বাজার ১০০ শতাংশ বাড়ে RVNL ১৪৬ শতাংশ বাড়বে। আর যদি পতন ঘটে তাহলে আরভিএনএল-এর শেয়ারও ততটাই পতন করবে।
তবে, রেলের উন্নয়নের প্রেক্ষিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন। তাই যদি আপনি রেল সেক্টরে বিনিয়োগ করতে চান তবে শেয়ারটি দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT