Siliguri Incident: কলেজ ছাত্রের রহস্য মৃত্যু!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শিলিগুড়ির শান্তিকোরক আবাসনে উদ্ধার হল এক কলেজ ছাত্রের পচাগলা ঝুলন্ত দেহ (Siliguri Incident)। সোমবার সকালে আবাসনের বাসিন্দারা তীব্র দুগন্ধ টের পান। প্রথমে ইঁদুর মরার গন্ধ ভেবে বিষয়টি উপেক্ষা করেন অনেকে। তবে, গন্ধ আরও ছড়িয়ে পড়লে খোঁজ শুরু করেন আবাসিকরা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তৎক্ষণাৎ শিলিগুড়ি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকতেই চমকে ওঠে। ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এক যুবকের পচাগলা দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। মৃত যুবকের নাম বিশাল সরকার। তিনি কলকাতার ব্যান্ডেলের বাসিন্দা। শিলিগুড়ির সেলসিয়ান কলেজের ছাত্র ছিলেন বিশাল।

আরও পড়ুন:- Balurghat: যাত্রীদের সুরক্ষায় পুলিশের অভিযান

আবাসনের বাসিন্দা মৌসুমি মুখার্জি জানান, বিশাল বেশ কয়েক বছর ধরে ওই ঘরটি ভাড়া নিয়ে থাকতেন। সে মূলত পড়াশোনার জন্যই এখানে থাকত এবং কারও সঙ্গে বিশেষ মেলামেশা করত না। খুব শান্ত স্বভাবের ছেলে ছিল বিশাল। নিয়মিত কলেজ যেত এবং বেশিরভাগ সময় ঘরেই কাটাত। তবে, গত দুদিন ধরে বিশালের ঘর বন্ধ ছিল। কেউ কোনও শব্দও পাননি। প্রথমে মনে করা হয়েছিল, হয়তো সে বাইরে গিয়েছে। কিন্তু দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সন্দেহ দানা বাঁধে। পরে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে দেখা যায়, ভেতরে বিশালের ঝুলন্ত দেহ। এখনও স্পষ্ট নয়, বিশাল কেন আত্মহত্যার পথ বেছে নিল সে। পুলিশ তার ঘর থেকে কিছু আলামত সংগ্রহ করেছে। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানিয়েছে, বিশালের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা শীঘ্রই শিলিগুড়ি (Siliguri Incident) আসবেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

স্থানীয় বাসিন্দাদের মতে, বিশাল অত্যন্ত নিরিবিলি প্রকৃতির ছিল। কোনও ঝামেলায় জড়াত না এবং সাধারণ জীবনযাপন করত। ফলে তার আত্মহত্যার খবর সবাইকে হতবাক করেছে। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা জানার চেষ্টা করছে পুলিশ। বিশালের বন্ধু ও কলেজের সহপাঠীদের সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছে তদন্তকারীরা। তার ফোনের কল রেকর্ড ও মেসেজ পরীক্ষা করা হবে, যাতে কোনও গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT