Train Cancel: কাজ চলাকালীন দুর্ঘটনা, ক্রেন ভেঙে ব্যাহত ট্রেন চলাচল

দেশ

নিউজ পোল ব্যুরো: আহমেদাবাদ (Ahmedabad) চলছিল বুলেট ট্রেন (Bullet train) প্রকল্পের জন্য দুটি স্তম্ভের মধ্যে কংক্রিট স্ল্যাব (Slab) বসানোর কাজ। কাজ চলাকালীন হঠাৎই ক্রেনটি রেললাইনের ওপর ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সাড়ে ১০ টা নাগাদ। এই দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেল পরিবহণে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। বহু ট্রেন বাতিল (Train Cancel) করা হয়েছে। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার ফলে অন্তত ৫১টি ট্রেনের চলাচল প্রভাবিত (Train Cancellation) হয়েছে। যার মধ্যে বেশ কিছু ট্রেনের সময়সূচি (Train schedule) পুনঃনির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন:Jammu and Kashmir: উপত্যকায় শুরু সেনা-জঙ্গির, নিকেশ সন্ত্রাসবাদী

এনএইচএসআরসিএল (ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড) সোমবার সকালে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, ক্রেনটি (Crane) ভেঙে পড়ার কারণে আশপাশের রেললাইনে ক্ষতি হয়েছে। তবে এই দুর্ঘটনায় প্রকল্পের মূল কাঠামো তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

আরও পড়ুন:Shashi Tharoor: ‘একই দিকের যাত্রী’, থারুরের সঙ্গে ছবি পোস্ট করে কোন বার্তা বিজেপি নেতার

পশ্চিম রেলওয়ে (Western Railway) জানিয়েছে, দুর্ঘটনার পর বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে। মোট ২৫টি ট্রেন বাতিল (Train Cancel) করা হয়েছে। যার মধ্যে রয়েছে কর্ণবতী এক্সপ্রেস, গুজরাত কুইন, গুজরাত এক্সপ্রেস এবং কিছু ইন্টারসিটি এক্সপ্রেস। কিছু ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে, যেমন শতাব্দী এক্সপ্রেস, মুম্বই-গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস, সবরমতী এক্সপ্রেস এবং শান্তি এক্সপ্রেস। এছাড়া, হাওড়া এক্সপ্রেসসহ পাঁচটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। কিছু ট্রেনের রুটও বদলানো হয়েছে, যেমন ওখা-গোরখপুর এক্সপ্রেস। এই দুর্ঘটনার ফলে যাত্রীদের ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

আরও পড়ুন:Doctors Killed: মহাকাল দর্শনে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২ চিকিৎসক, আহত ৪