নিউজ পোল ব্যুরো: সোমবার আইপিএল ২০২৫ -এ (IPL 2025) দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (DC vs LSG) বিরুদ্ধে খেলবেন না কে এল রাহুল (KL Rahul)। ব্যক্তিগত কারণে রবিবার রাতেই মুম্বই ফিরেছেন তিনি। শীঘ্রই বাবা হতে চলেছেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার (Indian WK Batsman)। যে কারণে দিল্লি টিম ম্যানেজমেন্ট (Delhi Capitals) বিশেষ অনুমতি দিয়েছে তাঁকে।
আরও পড়ুন: Virat Kohli Fan: আদালতে জামিন মঞ্জুর ‘বিরাট’ ভক্তের
সূত্রের খবর কে এল রাহুলের (KL Rahul) স্ত্রী অভিনেত্রী আথিয়া শেঠি (Athia Shetty) যেকোনো মুহূর্তে সন্তান প্রসব করতে পারেন। সেই কারণেই তড়িঘড়ি বাড়ি ফিরেছেন রাহুল। তবে জানা গিয়েছে আগামী ৩০ মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তাঁর এক বন্ধু জানিয়েছেন, “রাহুল আথিয়ার সঙ্গে থাকার জন্য বাড়ি ফিরে এসেছে কারণ চিকিৎসক জানিয়েছেন যেকোনো সময় তাঁদের সন্তানের জন্ম হতে পারে। তবে দিল্লির পরবর্তী ম্যাচে ওকে পাওয়া যাবে।“

রবিবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে দিল্লির নয়া অধিনায়ক অক্ষর প্যাটেল জানিয়েছিলেন, “রাহুল (KL Rahul) দলের সঙ্গে যোগ দিয়েছেন কিন্তু লখনউয়ের বিরুদ্ধে ও খেলবে কিনা এখনই বলতে পারব না। ও শারিরীক এবং মানসিকভাবে কতটা প্রস্তুত তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।“ গত মরশুমে সঞ্জীব গোয়েংকার লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন রাহুল। কিন্তু আশানুরূপ ফল না হওয়ায় এবারে তাঁকে ছেড়ে দেয় এলএসজি।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এবারের মেগা নিলামে ১৪ কোটি টাকায় এই ডানহাতি উইকেট রক্ষক ব্যাটসম্যানকে (KL Rahul) দলে নেয় দিল্লি। প্রথমে শোনা গিয়েছিল তাঁকেই দিল্লির অধিনায়ক করা হবে। কিন্তু পরে শোনা যায় তিনি একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে চান। তাই অক্ষরকে নেতৃত্বভার দেয় ডিসি ম্যানেজম্যান্ট।