Nabanna Accident: নবান্নের কাছে ভয়াবহ দুর্ঘটনা

breakingnews কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার সাতসকালে নবান্নের (Nabanna) কাছে ভয়ংকর দুর্ঘটনা (Nabanna Accident)। দ্বিতীয় হুগলি সেতুর (Second Hooghly Bridge) ওপর উল্টে গেল এক বিশাল কন্টেনার (Container)। যার ফলে ব্যাপক যানজট (Traffic Jam) তৈরি হয়। বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ রাস্তাগুলি। আজ মঙ্গলবার, ভোরে শিবপুর (Shibpur) মন্দিরতলা থেকে কলকাতা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কন্টেনার। মাঝরাস্তায় আড়াআড়িভাবে পড়ে যাওয়ায় অ্যাপ্রোচ রোড (Approach Road) পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্কুলপড়ুয়া, অফিসযাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েন। ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিবপুর থানার (Shibpur Police) পুলিশ। বিশাল কন্টেনার সরাতে চলে দীর্ঘ সময় ধরে উদ্ধারকাজ (Rescue Operation)। প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় সরানো হয় কন্টেনার।

আরও পড়ুন:- Mamata Banerjee in London: মমতার ভাষণ শুনতে অক্সফোর্ডে যাচ্ছেন সৌরভ

খিদিরপুর থেকে লিলুয়ার দিকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার ভোররাতে মন্দিরতলায় রাস্তার মোড় ঘুরে বাসস্ট্যান্ডের কাছে পার্ক করা একটি ১৪ চাকার কন্টেনার আচমকা উলটে যায়। বিকট শব্দে চমকে ওঠেন স্থানীয়রা। ছুটে গিয়ে দেখেন, কন্টেনারটি আড়াআড়িভাবে মন্দিরতলার দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের ফ্লাইওভারে ওঠার রাস্তায় পড়ে রয়েছে। এই ঘটনার জেরে সকাল থেকেই মন্দিরতলা রুটের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কলকাতা ও কোনা এক্সপ্রেসওয়ে থেকে আসা সমস্ত গাড়ি আটকে পড়ে। পরিস্থিতি (Nabanna Accident) সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রথমে একটি ছোট ক্রেন দিয়ে কন্টেনারটি সরানোর চেষ্টা করা হলেও তাতে কাজ হয়নি। পরে বড় ক্রেন আনা হয় এবং দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, সামান্য সময়ের ব্যবধানে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। মন্দিরতলার এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু ছাত্র-ছাত্রী স্কুলে যায়। তাদের সঙ্গে অভিভাবকরাও গাড়ির জন্য অপেক্ষা করেন। বহু স্কুলগাড়ি ওই পথে চলাচল করে। ফলে এই দুর্ঘটনা তাদের জন্য বিপজ্জনক হতে পারত বলে মনে করছেন স্থানীয়রা। তবে কীভাবে চালকের অনুপস্থিতিতে কন্টেনারটি নিজে থেকে উলটে গেল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে, কীভাবে চালকের অনুপস্থিতিতে কন্টেনারটি নিজে থেকেই উলটে গেল? চালক কি ঠিকভাবে হ্যান্ডব্রেক লাগিয়ে যানটি পার্ক করেননি? নাকি গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল? ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এমন বিপজ্জনক দুর্ঘটনার পুনরাবৃত্তি রুখতে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কড়া করা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। প্রশাসন কি এ বিষয়ে কোনও পদক্ষেপ নেবে? উঠছে সেই প্রশ্নও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT