নিউজ পোল ব্যুরো: একাধিক সংস্থা পরিচালনার পাশাপাশি বিভিন্ন কোম্পানির (Company) বড় অংশীদারিত্ব (Large partnership) অর্জন করেছে টাটা গ্রুপ (Tata Group)এবং একাধিক প্রতিষ্ঠানে অধিগ্রহণ কার্যক্রম পরিচালনা করেছে। এই কাজটি মূলত টাটা সন্সের মাধ্যমে করা হয়। সম্প্রতি, টাটা গ্রুপ (Tata Group) টেলিকম সেক্টরে (Telecom Sector) একটি বড় শেয়ার (Share) কিনেছে। তাদের বিনিয়োগের (Investment) ক্ষেত্রটি আবারও এই খাতে প্রবেশ করেছে।
আরও পড়ুন:RVNL: রেল সেক্টরে বিনিয়োগের সঠিক সময় জানেন?
একসময় ‘টাটা ডোকোমো’ (Tata Docomo) নামে একটি টেলিকম কোম্পানি (Telecom Company) ছিল। ২০১৯ সালে সেটি বিপুল ক্ষতির মুখে পড়ে ও টাটা টেলিকম ব্যবসা থেকে বেরিয়ে যায়। সে সময় টাটা ডোকোমো (Tata Docomo) ব্যবসা (Business) থেকে সম্পূর্ণভাবে ছিটকে যায়। তবে, বর্তমানে টাটা গ্রুপ (Tata Group) সেই সংস্থার সঙ্গেই সম্পর্ক পুনর্স্থাপন করেছে সঙ্গে বিনিয়োগ করেছে তেজস নেটওয়ার্কসে।
২০২১ সালের জুলাই মাসে টাটা গ্রুপ তেজস নেটওয়ার্কসের ৪৩.২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে। এই মাধ্যমে তারা টেলিকম সেক্টরে আবার প্রবেশ করে। তেজস নেটওয়ার্কসের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে টেলিকম অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM) তৈরি করা। বর্তমানে, তেজস নেটওয়ার্কস বিশ্বের ৭৫টিরও বেশি দেশে তাদের সেবা প্রদান করছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
টাটা গ্রুপ, তার প্রযুক্তিগত শক্তি দিয়ে তেজস নেটওয়ার্কসকে আরো সমৃদ্ধ করছে। যা ভবিষ্যতে টেলিকম শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। তেজস নেটওয়ার্কসের শেয়ার গত সপ্তাহে ১৭ শতাংশ বেড়েছে, যা কোম্পানির বৃদ্ধি ও লাভজনকতার দিকে ইঙ্গিত দেয়। টাটা গ্রুপের এই পদক্ষেপ সঠিক সময়ে সঠিক জায়গায় বিনিয়োগের একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে, যা টেলিকম শিল্পে তাদের ভবিষ্যত পরিকল্পনাকে আরো শক্তিশালী করবে।
এই পদক্ষেপের মাধ্যমে টাটা গ্রুপ তার প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি, নতুন বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করেছে। আগামী দিনে টেলিকম শিল্পে একটি শক্তিশালী ভূমিকা পালনের জন্য প্রস্তুত হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT