নিউজ পোল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে অভিষেক বন্দ্যোপয়াধ্যায়ের (Abhishek Banerjee) দুরত্ব তৈরি হয়েছে। দলের মধ্যেই নাকি রয়েছে বিভাজন। রাজনৈতিক মহলের অন্দরে একাধিক ইস্যুতে মমতা-অভিষেকের দ্বন্দ কান পাতলেই শোনা যায়। সত্যিই কি তৃণমূল নেত্রী ও দলের সেকেন্ড ইন কমান্ডের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে? এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। এমনকি এই বিষয় নিয়ে তৃণমূল বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়ে না। নিজেদের মধ্যে ঠিক কি সম্পর্ক রয়েছে কিনা, পিসি-ভাইপোর মধ্যে আদও ফাটল ধরেছে কিনা তা নিয়েই এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন। তৃণমূলের অন্দরে অভিষেক-মমতার ‘বিরোধ’ কতটা সত্যিও তাও উল্লেখ করেছেন।
ডায়মন্ড হারবারের সাংসদ (Diamond Harbour MP) সংসদের বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে রয়েছেন। সেখানেই সোমবার সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেওয়ার সময় তাঁকে মমতার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। বিভেদ নিয়ে যে গুঞ্জন শোনা যায় তার সত্যতা কতটা সেই প্রশ্নও অঠে। তার জবাবে অভিষেক বলেছেন, “দলনেত্রীর সঙ্গে বিরোধ স্রেফ কিছু লোকের ‘কষ্টকল্পনা’। এঁরাই জল্পনা তৈরি করেন, অপপ্রচার চালান। দলে কোনও বিরোধ নেই। দলের মধ্যে আমাকে, দিদিকে নিয়ে যাঁরা এ সব বলেন, তাঁরা কাল্পনিক প্রচার করেন। আমি স্ট্র্যাটেজি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লবি করব? আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”
আরও পড়ুনঃ Demand for Recruitment: দীর্ঘদিন বন্ধ নিয়োগ, ধর্মতলায় নার্সদের অবস্থান-বিক্ষোভ
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মিসভার বৈঠকও অভিষেক স্পষ্ট করে দিয়েছিলেন তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনও দ্বন্দ নেই। বলেছিলেন, “অনেকে বলছে, আমি নাকি বিজেপিতে চলে যাব। আমি নাকি নতুন দল গড়ছি। আমি বলছি, আমার গলা কেটে ফেললেও ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান বেরোবে।” তবে তার পরেই ভোটার কার্ড নিয়ে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কোর কমিটির মাথায় থাকা সুব্রত বক্সির ডাকা বৈঠকে ছিলেন না অভিষেক (Abhishek Banerjee)। এমনকি সেই বৈঠকের দিনেই আলাদা করে ভার্চুয়াল বৈঠকের ডাক দেন। তা নিয়েও নতুন করে শুরু হয় জল্পনা। এমনকি সেই ঘটনার পরেই কলকাতার রাস্তায় ‘অধিনায়ক অভিষেক’ ব্যানারের পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি নিয়ে হোর্ডিং ঝুলিয়ে লেখা হয় ‘সর্বাধিনায়িকা জয় হে’। তা নিয়েও জল্পনা কম হয়নি। তার মধ্যেই সামনে এল সম্পর্ক নিয়ে অভিষেকের উত্তর।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/1BtysYaYuL/