নিউজ পোল ব্যুরো: শনিবার ইডেনে (Eden Gardens)কেকেআর বনাম আরসিবি (KKR vs RCB) ম্যাচে কোহলির অর্ধশতরান সম্পূর্ণ হতেই বেড়াজাল টপকে সোজা মাঠে ঢুকে পড়ে এক যুবক এবং গ্রেফতার হয় কলকাতা পুলিশের হাতে। যে দৃশ্য ভাইরাল হয় সমাজ মাধ্যমে। সোমবার ব্যাঙ্কশাল কোর্ট জামিন মঞ্জুর করে সেই ‘বিরাট’ ভক্তের (Virat Kohli Fan)। তারপরেই সাংবাদিকদের জানালেন কোহলির সঙ্গে তার কথোপকথনের বিষয়ে।
আরও পড়ুন: Virat Kohli Fan: আদালতে জামিন মঞ্জুর ‘বিরাট’ ভক্তের
বিরাটের অন্ধভক্ত পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পারাতল গ্রামের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরা(Virat Kohli Fan)। সদ্য উচ্চমাধ্যমিক দিয়েছেন। তাঁর মা কাকলি এবং দিদি প্রীতি জানান ছোট থেকেই ক্রিকেট পাগল সে। বর্ধমানের একটি ক্রিকেট ক্লাবে ক্রিকেটে হাতেখড়ি তার। বর্তমানে বেলেঘাটার একটি ক্লাবেও খেলে সে। বাড়িতে জানিয়ে গিয়েছিল বিরাট কোহলিকে একবার সামনে থেকে ছুঁয়ে দেখার সুযোগ পেলে তা হাতছাড়া করবে না সে। যেমন কথা তেমন কাজ।

জি ব্লকে ছিলেন ঋতুপর্ণ (Virat Kohli Fan)। বিরাট অর্ধশতরান করতেই নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে ঢুকে পড়েন ২২ গজে এবং কোহলির পা জড়িয়ে ধরে সাষ্টাঙ্গে প্রণাম করেন তাঁকে। তখন বিরাট তাঁকে তুলে জড়িয়ে ধরেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ককে কিছু বলতেও দেখা যায় ঋতুপর্ণকে। সেই কথাই জানিয়েছেন তিনি। বিরাট ভক্ত জানিয়েছেন কোহলি তাঁকে বুকে জড়িয়ে ধরে নাম জিজ্ঞেস করেন। তারপরেই তিনি বলেন, “জলদি সে ভাগ যা (তাড়াতাড়ি চলে যা)।” এরপরেই নিরাপত্তারক্ষীরা ধরে ফেলে মাঠের বাইরে নিয়ে আসে ঐ যুবককে। এমনকি নিরাপত্তারক্ষীদের ঋতুপর্ণর গায়ে হাত দিতেও নিষেধ করেন আরসিবি ব্যাটার।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
পরে ঋতুপর্ণকে (Virat Kohli Fan) ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯ নম্বর ধারায় গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক অনুপ্রবেশের মামলা রুজু করা হয়। তবে রবিবার তাকে শিয়ালদহ ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন বিচারক। চলতি আইপিএলে আর কোন ম্যাচ মাঠে গিয়ে দেখতে পারবে না সে। কোন টিকিট দেওয়া হবে না তাকে। এই শর্তে তার জামিন মঞ্জুর করা হয়েছে। তবে এসব নিয়ে ভাবিত নন বিরাটের পাগল ভক্ত। ঈশ্বরের ছোঁয়া পেয়ে গিয়েছেন তিনি যার কাছে বাকি সবকিছু তুচ্ছ । এমনকি একরাত জেলে কাটানোও। ভক্তরা বুঝি এমনই হয়!