Delhi Budget 2025: দিল্লিতে বিজেপি সরকারের নতুন যোজনা

দেশ

নিউজ পোল ব্যুরো: ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বাজেট পেশ (Delhi Budget 2025) করেছে দিল্লি বিজেপি সরকার। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘোষণাও রয়েছে যেখানে বিজেপি (BJP) পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভান্ডার’ (Laxmi Vandar) প্রকল্পের আদলে দিল্লির মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপির (BJP) পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা করে মহিলাদের হাতে তুলে দেওয়া হবে। এই প্রকল্পের জন্য বাজেটে মোট ৫১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দিল্লির (Delhi) এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘মহিলা সমৃদ্ধি যোজনা’।

আরও পড়ুন:Madhya Pradesh: সেনাকর্মীদের উপর হামলা ও বান্ধবীকে গণধর্ষণের দায়ে ৫ জনের যাবজ্জীবন

বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী রেখা গুপ্ত বাজেট পেশ (Delhi Budget 2025) করেছেন যা তাঁর নেতৃত্বাধীন বিজেপি (BJP) সরকারের প্রথম বাজেট। তিনি জানান, পূর্বতন আপ সরকারের (UP government) তুলনায় বাজেটে বরাদ্দের পরিমাণ ৩১.৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যার মোট পরিমাণ এক লক্ষ কোটি টাকা। বিজেপি (BJP) সরকারের পক্ষ থেকে এবার যমুনা নদী দূষণ মোকাবিলা ও নদীকে স্বচ্ছ করার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। এছাড়া, দিল্লির ২৪টি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করার কথাও জানানো হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

বাজেট পেশের (Delhi Budget 2025) পর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন রেখা গুপ্ত (Rekha Gupta)। তিনি বলেন, “আপনারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা তা বাস্তবায়িত করব। আপনি শিশু মহল বানিয়েছিলেন আমরা গরিব মানুষের জন্য বাড়ি তৈরি করব।” এখানে বিজেপি কেজরী সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অপচয়ের অভিযোগ তুলেছে। বিশেষ করে কেজরীর বাসভবনের বিষয়ে যে বিতর্ক উঠেছিল, সেটি উল্লেখ করে তারা বিজেপির পক্ষে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এছাড়া, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দিল্লির বিভিন্ন অঞ্চলে ১০০টি অটল ক্যান্টিন এবং মহিলাদের নিরাপত্তার জন্য ৫১০০টি সিসি ক্যামেরা স্থাপনের কথা ঘোষণা করা হয়। এই বাজেটের মাধ্যমে বিজেপি তার রাজনৈতিক অবস্থান আরও দৃঢ় করতে চায় যেখানে জনগণের কল্যাণ ও উন্নয়নকে কেন্দ্র করে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।