নিউজ পোল ব্যুরো: বসন্তের শেষ প্রান্তে এসে বৃষ্টি (Rain) কিছুদিনের জন্য স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছিল বঙ্গবাসীর জীবনে। সেই সময় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ায় (Wednesday Weather) এক মুহূর্তে যেন বদল এসেছিল। দিনের বেলায় তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নেমে গিয়েছিল, আর সকাল-বিকেল ছিল বেশ মনোরম। শীতের আমেজ যেন আবারও ফিরে এসেছিল একটুখানি। তবে আবহাওয়া দপ্তর (Weather Department) আগেই সতর্ক করেছিল, এই আরামদায়ক পরিবেশ বেশিদিন থাকবে না। তাদের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, চলতি সপ্তাহের শুরু থেকেই গরমের দাপট (Heat Wave) আবার ফিরে এসেছে, এবং ক্রমেই বাড়ছে তাপমাত্রা।সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে গিয়েছিল। মঙ্গলবার থেকে এই বৃদ্ধি আরও বেশি অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর (West Medinipur), বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), বীরভূম (Birbhum), পশ্চিম বর্ধমান (West Burdwan) এবং হাওড়ার (Howrah) মতো জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
আরও পড়ুন:- Weather Update: টানা বৃষ্টিতে নামবে তাপমাত্রা!
কলকাতার (Kolkata Weather) কথাও আলাদা নয়। বিগত কয়েকদিনে শহরে বিক্ষিপ্ত বৃষ্টি (Scattered Rain) হওয়ার কারণে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নেমে গিয়েছিল। কিন্তু সপ্তাহের শুরু থেকেই ফের উত্তাপ ফিরে এসেছে। আজ, মঙ্গলবার থেকে শহরের গড় তাপমাত্রা আরও খানিকটা বেড়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। এখন আর কোনো শীতল হাওয়ার (Cold Breeze) ছোঁয়া পাওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আপাতত কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে বৃষ্টির (Rainfall) কোনো সম্ভাবনা (Wednesday Weather) নেই। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের মানুষকে প্রচণ্ড গরমের মধ্যেই দিন কাটাতে হবে। বস্তুত, ফেব্রুয়ারি-মার্চ মাসে বঙ্গবাসী যে আবহাওয়া উপভোগ করেছেন, তা একপ্রকার ব্যতিক্রমী ছিল। এই সময় সাধারণত গরমের দাপট শুরু হয়, কিন্তু এবারের দুর্যোগপূর্ণ আবহাওয়া (Unstable Weather Condition) সেই নিয়মে ব্যতিক্রম ঘটিয়েছিল। কিন্তু এবার প্রকৃতি তার স্বাভাবিক ছন্দে ফিরছে, আর গ্রীষ্মের উত্তাপ (Summer Heat) আবারও ফিরে আসছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের (North Bengal Weather) আবহাওয়াতেও বদল আসতে চলেছে। বিগত কয়েকদিনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, যার ফলে সেখানে তাপমাত্রা (Temperature) অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু এবার উত্তরের জেলাগুলিতেও আবার গরম বাড়বে। বিশেষ করে জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar), আলিপুরদুয়ার (Alipurduar), দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পং (Kalimpong)-এ তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করবে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে (South Bengal) তাপমাত্রার (Wednesday Weather) বৃদ্ধি অব্যাহত থাকবে। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) ৩৫-৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। দুপুরের দিকে রাস্তায় বের হওয়া ক্রমেই কষ্টকর হয়ে উঠবে। গরমের এই বাড়বাড়ন্তে বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT