Bidhannagar News: অর্থ কেলেঙ্কারিতে সিবিআই অভিযান, তদন্তে নতুন মোড়

অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: বিধাননগরে (Bidhannagar News) বড় অঙ্কের ব্যাংক প্রতারণা মামলায় তদন্তের অগ্রগতি হিসেবে আজ সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এই ব্যবসায়ী হলেন সুরাজ চৌখানি , যিনি আগেও অর্থনৈতিক প্রতারণার (Financial Fraud) মামলায় গ্রেফতার হয়েছিলেন।

আরও পড়ুন: Pond Filling: পুকুর ভরাটের পেছনে পুলিশের সহায়তা? উত্তেজনা রাজারহাটে

জানা গিয়েছে, শহরের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় তদন্তকারী দল। আর তার পরেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী সংস্থার সন্দেহ, একটি ব্যাটিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণার ছক কষা হয়েছিল। বছরখানেক আগে, এই একই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ব্যবসায়ী সুরাজ চৌখানি এবং তার সহযোগী নীতিশ দেওয়ানকে গ্রেফতার করেছিল। অভিযোগ, ভুয়া ব্যবসার নামে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ নেওয়া হয়েছিল, যা পরবর্তীতে অবৈধ অনলাইন ব্যাটিং ব্যবসার কাজে ব্যবহৃত হয়। তদন্তে উঠে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য। সিবিআই-এর মতে, এই প্রতারণার অন্যতম মাস্টারমাইন্ড হতে পারেন রমেশ চৌখানি (Ramesh Chowkhani)। তিনি ব্যবসা সম্প্রসারণের নামে একাধিক ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নেন এবং সেই টাকা অন্যত্র সরিয়ে দেন। তদন্তকারীদের ধারণা, এই অর্থই ব্যাটিং অ্যাপ পরিচালনার কাজে ব্যবহার করা হয়েছিল।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/1X4UQD73Yq/

এই মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখছে সিবিআই। ব্যাংক প্রতারণা এবং বেআইনি লেনদেনের সূত্র ধরে তদন্ত এগোচ্ছে। সুরাজ চৌখানির বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল ডেটা সংগ্রহ করেছে কেন্দ্রীয় সংস্থা। তদন্তকারী আধিকারিকদের মতে, প্রতারণার মাধ্যমে সংগৃহীত টাকা বিভিন্ন জায়গায় লগ্নি করা হয়েছে এবং সেই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। সিবিআই সূত্রের খবর, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন ব্যবসায়ী এবং সংস্থার যোগ থাকতে পারে। এই প্রতারণা মামলায় (Bidhannagar News) সিবিআই আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালাতে পারে বলে জানা গিয়েছে। তদন্তের অগ্রগতির উপর নির্ভর করেই ভবিষ্যতে আরও গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে।