Sushmita Sen: বলিউডে কেন কোণঠাসা হলেন সুস্মিতা?

পেজ 3

নিউজ পোল ব্যুরো: সুস্মিতা সেন (Sushmita Sen) ১৯৯৪ সালে যখন মিস ইউনিভার্স (Miss Universe) খেতাব জিতলেন, তখনই বোঝা গিয়েছিল, তিনি শুধুমাত্র রূপের জন্যই নন, বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের জন্যও বিশ্বজয়ী। কিন্তু এই পথচলা কখনোই সহজ ছিল না। একটি সাধারণ নিম্নমধ্যবিত্ত (middle-class) পরিবারে জন্মেছিলেন সুস্মিতা। আর্থিক অনটন ছিল নিত্যসঙ্গী, কিন্তু স্বপ্ন দেখা থেকে তাকে কেউ আটকাতে পারেনি। ছোটবেলা থেকেই তিনি বিশ্বাস করতেন, নিজের যোগ্যতায় কিছু না কিছু করতেই হবে। সেই বিশ্বাসই তাকে মডেলিং (modeling) ক্যারিয়ারের দিকে নিয়ে যায় এবং ধাপে ধাপে তিনি পৌঁছে যান বিশ্বসুন্দরীর মঞ্চে। মিস ইউনিভার্স খেতাব জয়ের পর সুস্মিতার জীবন বদলে যায়। তিনি রাতারাতি তারকা (celebrity) বনে যান। বলিউড (Bollywood) থেকে শুরু করে আন্তর্জাতিক মহলেও তাকে নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু পরিবর্তন এলেও, নিজের স্বতন্ত্র ব্যক্তিত্ব বজায় রাখার ব্যাপারে তিনি ছিলেন অবিচল। বরাবরই স্পষ্ট কথা বলতে ভালোবাসতেন, যা কখনো কখনো তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

আরও পড়ুন:- Jacqueline Fernandez: জ্যাকলিনের জীবনে ফের দুঃসময়!

সুস্মিতা (Sushmita Sen) কখনোই অন্যদের মতো রাজনীতিসম্পন্ন (diplomatic) কথা বলেননি। যা তার মনে আসত, তা সরাসরি মুখের ওপর বলে দিতেন। কিন্তু এই স্বভাবই একসময় তার ক্যারিয়ারে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন, “যদি আপনি আপনার মনের কথা খুলে বলেন, তবে আপনাকে বিরোধী (opposition) বলে মনে করা হয়। আমার সঙ্গেও ঠিক তেমনটাই হয়েছিল। রাতারাতি আমায় ম্যাগাজিনের (magazine) কভার পেজ (cover page) থেকে নিষিদ্ধ করা হয়। জানিয়ে দেওয়া হয়, আমায় যেন কেউ কাজ না দেয়।”এই ঘটনার পর সুস্মিতা বুঝতে পারেন, বিনোদন জগতে (entertainment industry) টিকে থাকতে হলে শুধু প্রতিভা থাকলেই হয় না, কৌশলও (strategy) জানতে হয়। এরপর থেকেই তিনি নিজের মনের কথা প্রকাশ করার ধরন বদলানোর সিদ্ধান্ত নেন। প্রথমে, সুস্মিতা ঠিক করেন, নিজের অনুভূতি আর কারও সামনে প্রকাশ করবেন না। তবে কিছুদিন পর বুঝতে পারেন, সব কথা চেপে রাখা সম্ভব নয়। তাই তিনি একটা মধ্যমপথ (balance) খুঁজে নেন—যেখানে তিনি তাঁর মতামত প্রকাশ করবেন, কিন্তু একটু কৌশলের (tactful) সঙ্গে। সরাসরি রুক্ষ না হয়ে, তিনি তার ভাবনাগুলো এমনভাবে প্রকাশ করতে শুরু করেন, যাতে কেউ বিরক্ত না হন, অথচ বার্তাটি পৌঁছে যায়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এই শিক্ষা তার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে বেশ সাহায্য করে। তিনি বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত হন এবং তার স্বভাবের দৃঢ়তা আজও তাকে (Sushmita Sen) অনুপ্রাণিত করে। বলিউডে তার অভিনয় দক্ষতাও দারুণভাবে প্রশংসিত হয়েছে। ‘ম্যায় হুঁ না’ (Main Hoon Na), ‘বিবি নম্বর ১’ (Biwi No.1), ‘আঁখে’ (Aankhen) এবং ‘নিঃশব্দ’ (Nirbaak) এর মতো ছবিতে তিনি নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। এছাড়াও, তিনি একজন সফল উদ্যোক্তা (entrepreneur) এবং সমাজসেবী (social worker)। একক মা হিসেবে দুই কন্যাকে দত্তক (adopt) নিয়ে বড় করছেন, যা তাকে আরও অনন্য করে তুলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT