Washington Sundar: সুন্দর বাদ কেন? প্রশ্ন আরেক ‘সুন্দর’ -এর

আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতীয় দলের (Team India) দায়িত্ব নেওয়ার পর থেকে গুরু গম্ভীরের (Gautam Gambhir) অন্যতম পছন্দ ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ডানহাতি অলরাউন্ডারকে খেলানোর ব্যাপারে সবসময় স‌‌ওয়াল করে থাকেন তিনি। কিন্তু মঙ্গলবার গুজরাট টাইটান্সের (Gujarat Titans) প্রথম একাদশে (Playing XI) জায়গা হয়নি ৬০টি আইপিএল (IPL) ম্যাচ খেলা সুন্দরের। অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) এই সিদ্ধান্তে ভ্রু কুঁচকেছে ক্রিকেটভক্তদের। সঙ্গে অবাক হয়েছেন আরও এক ‘সুন্দর‌ও’।

আরও পড়ুন: Shreyas Iyer: শ্রেয়সের ব্যাটে বঞ্চনার জবাব, গুজরাট বধ ১১ রানে

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুজরাটের প্রথম একাদশে ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) না দেখে এক্স হ্যান্ডেলে এক ক্রিকেট ভক্ত লেখেন, “সুন্দর কীভাবে ১৫-জনের ভারতীয় দলে জায়গা করে নিলেও আইপিএলের ১০টি দলের মধ্যে প্রথম একাদশে জায়গা পান না, তা এক রহস্য।“ তাঁর ঐ পোস্টের রিপ্লাই আসে বিশেষ একজন মানুষের থেকে। তিনি হলেন গুগলের সিইও (Google CEO) সুন্দর পিচাই (Sundar Pichai)।

পিচাই লেখেন, “আমিও এটা নিয়ে ভাবছিলাম।“ এরপর পুষ্কর নামের ঐ ভক্তটি পিচাইয়ের রিপ্লাইয়ের নীচে চাকরি প্রার্থনা করে লেখেন, “স্যার, উত্তর তো দিলেন এবার আমাকে গুগলে একটা চাকরি দিন।“ যদিও আর কোন প্রত্যুত্তর আসেনি পিচাইয়ের তরফে। সুন্দর পিচাইয়ের ক্রিকেট প্রীতি নতুন নয়। অন্যান্য সব ভারতীয়দের মত তিনিও ক্রিকেট ভালবাসেন। সম্প্রতি ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড লিগে’ দল কিনতেও উদ্যোগী হয়েছিলেন তিনি। কিন্তু মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর কাছে হেরে যান।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

গত আইপিএলে‌ও মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ৭৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। যদিও টি-২০ ক্রিকেটে ১৪৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই ভারতীয় অলরাউন্ডারের। ২৮.৪৩ গড়ে নিয়েছেন ১১৩টি উইকেট। ১২৯৫ রান‌ও রয়েছে তাঁর। তারপরেও আইপিএল দুনিয়া‌ই ব্রাত্য‌ই থেকে গিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ১১ রানে হেরে গিয়েছে ২০২২ সালের চ্যাম্পিয়নরা। পাঞ্জাবের হয়ে ৯৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।