নিউজ পোল ব্যুরো: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রয়েছেন রয়েছেন লন্ডনে। বিশ্বে এক নম্বরে থাকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) বৃহস্পতিবার বিকেল পাঁচটায় (লন্ডনের সময়) দেবেন ভাষণ। বাংলার মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে উদগ্রীব অক্সফোর্ডের ছাত্রছাত্রীরা। এমনকি ওই অনুষ্ঠান শুরুর ৪৮ ঘন্টা আগেই কেলগ কলেজের হল ‘হাউসফুল’ হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে।
অক্সফোর্ডে কেলগ কলেজে যেখানে পূর্ণ ও আংশিক সময়ের নিরিখে এই মুহূর্তে পড়ুয়ার সংখ্যা সবচেয়ে বেশি। সেখানেই ‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’ শিরোনামের অনুষ্ঠানে ভাষণ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। কলেজ হল হাউসফুল হলেও এখনও বহু ছাত্রছাত্রী মমতার ভাষণ শুনতে আবেদন করছেন । তবে তাঁরা রয়েছেন ‘ওয়েটিং লিস্টে’। যদিও কেলগ কলেজের হলে মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। তবুও নিয়ম মেনে আসন বুকিং করা হচ্ছিল আর সময়ের আগেই তা একেবারে ভর্তি হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) থাকতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, মঙ্গলবার লন্ডনে শিল্প সম্মেলনের শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ Mamata Banerjee: বাংলায় জমির অভাব হবে না, লন্ডনে শিল্প সম্মেলনে বিনিয়োগকারীদের বার্তা মমতার
বৃহস্পতিবার আপ্যায়ন-পর্ব সেরে মূল আলোচনা শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মঞ্চে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কলেজের সভাপতি অধ্যাপক জোনাথন মিচি এবং এই কলেজেরই ‘ফেলো’ লর্ড করণ বিলিমোরিয়া। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাঁর জীবনের ওঠাপড়ার, লড়াইয়ে গল্প ভাগ করে নেবেন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে । এই আলোচনা সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে বাংলায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিয়ে আলোচনা করবেন বলেই সূত্রের খবর। কথা বলবেন রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা নিয়ে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প ইউনেসকোয় স্বীকৃতি পেয়েছে। তা নিয়েও হতে পারে আলোচনা। বলা ভালো অক্সফোর্ডে বহু ভারতীয় তথা বাঙালি ছাত্রছাত্রী রয়েছেন। তাঁদের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে উদ্দীপনা তুঙ্গে।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/17cBAHrRV5/