Cooch Behar: পুলিশের অভিযানে ৩৫৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: বুধবার সকালে বড়সড় সাফল্য পেল কোচবিহার (Cooch Behar) জেলা পুলিশ এবং শিলিগুড়ি এসটিএফ। তাদের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে,কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং শিলিগুড়ি এসটিএফ যৌথভাবে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় ৩৫৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। ঘটনাস্থল কোচবিহারের বাবুরহাট সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ড এলাকা। এই ঘটনায় দিন ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, পাচারের (Drug Smuggling) উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল বলে সূত্রের খবর। গোপন সূত্রে পুলিশ খবর পায় যে, এক বিশেষ গাড়িতে গাঁজা পাচার করা হচ্ছে। এরপরই শিলিগুড়ি এসটিএফ এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ যৌথভাবে অভিযান পরিচালালিয়ে সন্দেহভাজন একটি গাড়িকে আটকানো হয় এবং সেটিতে তল্লাশি চালানো হয়। এরপরই গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ৩৫৪ কেজি গাঁজা। যা কোটি টাকারও বেশি মূল্যের বলে অনুমান করা হচ্ছে। পুলিশ এরইমধ্যেই এই ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তবে তদন্তকারীরা মনে করছেন, এর পিছনে আরও বড় চক্র (Drug Syndicate) কাজ করছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে গাঁজা পাচারের সঙ্গে জড়িত অন্যদের নাম জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশের সন্দেহ, এই গাঁজা সীমান্তবর্তী রাজ্য বা অন্যত্র পাচার করা হচ্ছিল।

আরও পড়ুন: http://Salt Lake: অবৈধ কল সেন্টারে হানা বিধাননগর পুলিশের, গ্রেফতার ৩

কোচবিহার, (Cooch Behar) আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলা গুলি বর্তমানে মাদক পাচারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডোরে পরিণত হয়েছে। পুলিশ বারবার অভিযান চালিয়েও পাচার বন্ধ করতে হিমশিম খাচ্ছে। পুলিশের মতে, অসম এবং ত্রিপুরা থেকে গাঁজা এনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হয়ে অন্য রাজ্যে পাচার করা হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি মাদক চোরাচালানকারীদের অন্যতম রুট হয়ে উঠেছে। এই ঘটনার পর কোচবিহার জেলা পুলিশ এবং শিলিগুড়ি এসটিএফ আরও কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রের মাধ্যমে আরও তথ্য সংগ্রহ করে মাদক চক্রের (Narcotics Network) মূল পান্ডাদের গ্রেপ্তার করার জন্য বিশেষ অভিযান চালানো হবে। পাশাপাশি, সাধারণ মানুষকে সচেতন থাকতে এবং সন্দেহজনক কিছু নজরে এলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/16LqJtwzbA/