Aashiqui-3: ডুয়ার্সে বলিউড তারকা! ‘আশিকি ৩’ ছবির শুটিং

পেজ 3 রাজ্য

নিউজ পোল ব্যুরো: ডুয়ার্সে (Duars) শুরু হল অনুরাগ বসু পরিচালিত ‘আশিকি-৩’ (Aashiqui-3) ছবির শুটিং। বুধবার সকালে বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের লিস নদীর তীরে ছবির শুটিং (Shooting) শুরু হয়। বেশ কিছু দিন আগে ডুয়ার্সে (Duars) পৌঁছেছিলেন পরিচালক অনুরাগ বসু এবং, সেখানে পা রেখেই শুটিং (Shooting) শুরু করলেন বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aryan)। ছবির প্রধান চরিত্রে কার্তিকের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। তিনি এদিন শুটিং সেটে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: Sushmita Sen: বলিউডে কেন কোণঠাসা হলেন সুস্মিতা?

‘আশিকি-৩’ (Aashiqui-3) ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা রয়েছে। মার্চ মাসে শুটিং (Shooting) শুরু হওয়ার কথা ছিল, এবার তা বাস্তবে রূপ নিয়েছে। ছবিতে কার্তিক আরিয়ান তার একদম নতুন লুকের মাধ্যমে হাজির হয়েছেন। অভিনেতা তার চরিত্রের জন্য গাল ভর্তি দাড়ি এবং এলোমেলো চুলে একেবারে ভিন্ন ধরনের অবতারে দেখা দিয়েছেন। এই পরিবর্তিত লুকে তাকে চিনতে কষ্ট হচ্ছে অনেকেই।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

বলিউডের (Bollywood) ছবির শুটিং হওয়ার খবরে ডুয়ার্সের (Duars) এলাকায় উৎসাহের কমতি নেই। আশেপাশের এলাকার বহু মানুষ কৌতূহল নিয়ে লিস নদীর তীরে ভিড় জমিয়েছেন শুধু কার্তিক আরিয়ান ও শ্রীলীলাকে এক ঝলক দেখার জন্য। শুটিংয়ের এই মুহূর্তগুলো ভীষণ উত্তেজনার সৃষ্টি করেছে। বিশেষ করে, তাদেরকে কাছ থেকে দেখে ফেলার ইচ্ছা অনেকেরই।

এদিকে, ছবির মুক্তির সময়ও ঘোষণা করা হয়েছে। চলতি বছর কালীপুজোর সময় ‘আশিকি-৩’ (Aashiqui-3) মুক্তি পাওয়ার কথা। এই ছবির গানে এবং গল্পে প্রেমের এক নতুন রূপ ফুটিয়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিচালক অনুরাগ বসু। সিনেমার শুটিংয়ের জন্য ডুয়ার্সের মনোরম পরিবেশ একেবারে উপযুক্ত, আর তার মাধ্যমে ছবির একাধিক দৃশ্য তৈরি করা হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT