নিউজ পোল ব্যুরো: ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (Research and Analysis Wing – RAW) কে নিষিদ্ধ করার সুপারিশ করল আমেরিকার ফেডারেল সরকার গঠিত কমিশন (RAW Ban Recommendation)। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম কমিশন (United States Commission on International Religious Freedom – USCIRF) তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে এই সুপারিশ করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স (Reuters)-এর প্রতিবেদন অনুসারে, এই মার্কিন কমিশনের দাবি, ভারতীয় গুপ্তচর সংস্থা RAW শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যা প্রচেষ্টায় যুক্ত। বিশেষ করে খলিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিংহ পন্নুন (Gurpatwant Singh Pannun) হত্যার ষড়যন্ত্রে RAW-এর প্রাক্তন কর্তা বিকাশ যাদব (Vikash Yadav)-এর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করা হয়েছে। পন্নুন হলেন আমেরিকার নাগরিক এবং ‘শিখ ফর জাস্টিস’ (Sikhs for Justice – SFJ) নামক ভারতের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই(FBI) দাবি করেছিল যে, RAW-এর এক প্রাক্তন কর্মকর্তা পন্নুনকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। এই কারণেই মার্কিন কমিশন RAW এবং বিকাশ যাদবের উপর নিষেধাজ্ঞা (Sanctions) আরোপের সুপারিশ করেছে।
আরও পড়ুন:- Ram Navami: ৫৩৫ কোটির স্বপ্নপূরণ! মোদীর হাতে নতুন পামবান সেতু
তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, চীনের প্রভাব প্রতিরোধে (Countering China’s Influence) আমেরিকার কাছে ভারত একটি গুরুত্বপূর্ণ মিত্র। তাই এই সুপারিশের পরেও, আমেরিকার প্রশাসন RAW-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে, এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক (Strategic Partnership) অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। ভারত সরকারের পক্ষ থেকে এই রিপোর্ট নিয়ে (RAW Ban Recommendation) কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে পূর্বে ভারত সরকার বারবার দাবি করেছে যে, RAW বা কেন্দ্রীয় সরকারের এই ধরনের ষড়যন্ত্রের সঙ্গে কোনো যোগ নেই। USCIRF-এর রিপোর্টে শুধুমাত্র RAW নয়, ভারতের ধর্মীয় স্বাধীনতা (Religious Freedom) পরিস্থিতি নিয়েও সমালোচনা করা হয়েছে। কমিশনের মতে, ২০২৪ সালে ভারতে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য (Discrimination Against Minorities) আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং তাঁর দল ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party – BJP) নির্বাচনী প্রচারের সময় সংখ্যালঘুদের বিষয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ (Misinformation) প্রচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এর আগেও, মার্কিন স্বরাষ্ট্র দপ্তর (U.S. Department of State) থেকে প্রকাশিত মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত রিপোর্ট (Human Rights and Religious Freedom Report)-এ ভারতের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। যদিও নয়াদিল্লি সেই রিপোর্টগুলিকে ‘একপেশে’ (Biased) বলে উড়িয়ে দিয়েছিল। প্রধানমন্ত্রী মোদী বরাবরই দাবি করেছেন যে, তাঁর সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ’ (Sabka Saath, Sabka Vikas) নীতিতে বিশ্বাসী এবং কোনো ধরনের বৈষম্য করে না। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে আমেরিকার মতো শক্তিশালী মিত্র (RAW Ban Recommendation)দেশের সরকারি কমিশনের এই ধরনের সমালোচনা ভারতের জন্য এক নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বর্তমানে, ভারতীয় দূতাবাস (Indian Embassy) এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি বলে রয়টার্স জানিয়েছে। তবে এই রিপোর্ট ভবিষ্যতে ভারত-আমেরিকা সম্পর্ক (India-U.S. Relations)-এর উপর কতটা প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT