Today Forecast: চৈত্রেই চরম গরম! দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই!

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের জন্য আসছে তীব্র গরমের দিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Today Forecast) অনুযায়ী, আগামী কয়েক দিনে (Next Few Days) এই অঞ্চলের তাপমাত্রা (Temperature) আরও বাড়বে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের (Western Districts) জেলাগুলিতে সূর্যের প্রখরতা আরও বেশি অনুভূত হবে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ইতিমধ্যেই দিনের বেলায় গরমের অস্বস্তি (Heat Discomfort) বাড়ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে (Weekend) কলকাতার (Kolkata) পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, আর পশ্চিমের জেলাগুলিতে (Western Districts) তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:- Weather Update: তীব্র গরমে নাজেহাল শহর!

এছাড়া, দক্ষিণবঙ্গের (Today Forecast) আকাশ পুরোপুরি শুষ্ক (Dry Weather) থাকবে এবং কোথাও বৃষ্টির (Rainfall) কোনো সম্ভাবনা নেই। তাই গরম থেকে স্বস্তি মিলবে না বলেই মনে করা হচ্ছে। কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পশ্চিম মেদিনীপুর (West Medinipur), পূর্ব মেদিনীপুর (East Medinipur), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পূর্ব বর্ধমান (East Bardhaman), পশ্চিম বর্ধমান (West Bardhaman), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়া (Nadia)—এই সমস্ত জেলাগুলিতে (Districts) আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে (Western Districts) সূর্যের প্রখরতা বেশি থাকবে, ফলে সেখানকার তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি বাড়বে। কলকাতা শহরেও (Kolkata City) গরম ক্রমশ বাড়ছে। সপ্তাহের বাকি দিনগুলিতেও পারদ ঊর্ধ্বমুখী থাকবে। যদিও সকালে ও সন্ধ্যায় (Morning & Evening) কিছুটা মনোরম আবহাওয়া থাকতে পারে, তবে দিনের বেলা সূর্যের প্রচণ্ড তাপে (Heatwave) অস্বস্তি আরও বাড়বে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

যখন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে, তখন উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য এলাকাগুলিতে (Hilly Areas) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) এবং জলপাইগুড়িতে (Jalpaiguri) বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Moderate Rain) সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার পার্বত্য অঞ্চলে (Mountainous Region) সামান্য বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির দেখা মিলবে না। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, এবং আবহাওয়া শুষ্ক (Dry Climate) থাকবে। দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) ক্রমেই গরম হয়ে উঠছে, এবং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে। কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে তীব্র গরমের (Today Forecast) অনুভূতি থাকবে, এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা খুব বেশি স্বস্তি দেবে না দক্ষিণবঙ্গবাসীকে। তাই গরমের সময় প্রয়োজনীয় সতর্কতা (Precaution) অবলম্বন করাই হবে বুদ্ধিমানের কাজ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT