নিউজ পোল ব্যুরো: ডাইনি সন্দেহে নারী নির্যাতনের ঘটনা সিনেমা বা ওয়েব সিরিজে দেখে আমরা শিউরে উঠলেও, বাস্তবেও যে এমন ঘটনা ঘটছে, তার প্রমাণ মিলল মালদহের ( Malda Abuse) ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জহরাতলা গোবিন্দপুর এলাকায়। সেখানে এক গৃহবধূর অভিযোগ, তাকে ডাইনি অপবাদ দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। ঘটনায় গ্রেফতার বৃদ্ধার পুত্রবধূ সহ আরও এক আত্মীয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূর দুই ছেলে কয়েক বছর আগে অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকেই তাকে ‘ডাইনি’ বলে দোষারোপ করতে শুরু করেন তার পুত্রবধূ। পরিবারের মধ্যে কলহ ছিলই, কিন্তু ক্রমে সেই বিবাদ চরমে পৌঁছায়। গৃহবধূর অভিযোগ, মাঝেমধ্যেই তাকে শারীরিকভাবে নির্যাতন (physical abuse) করা হতো, তাকে ‘ডাইনি’ বলে গালাগাল দেওয়া হতো। সম্প্রতি সেই অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। গৃহবধূর বক্তব্য অনুযায়ী, তার পুত্রবধূ ও পরিবারের অন্য সদস্যরা পরিকল্পনা করে তাকে পুড়িয়ে মারতে চেয়েছিল। তবে সৌভাগ্যবশত, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনার পর তিনি ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: http://NJP fire incident: নিউ জলপাইগুড়িতে ভয়াবহ আগুন!

নির্যাতিতার বক্তব্,ছেলে – বৌমা মিলে প্রতিদিন ঝগড়া করত। যখন তিনি বুঝিয়ে বলতেন, তখন গালাগাল দিত, মারধর করত (Malda Abuse) । ছেলেও ‘ডাইনি’ বলে অপমান করত। এরপর নির্যাতিতাকে জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তবে গৃহবধূর ছেলে এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, এটি নিছক পারিবারিক বিবাদ। মা-বউয়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, সেই থেকেই সমস্যা তৈরি হয়েছে। ডাইনি অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের ঘটনা এক সময়ে বিভিন্ন রাজ্যে বেশি দেখা যেত। ঝাড়খণ্ড , ওডিশা , বিহার (Bihar) এবং মধ্যপ্রদেশ-এর মতো রাজ্যে ডাইনি সন্দেহে খুনের বহু ঘটনা সামনে এসেছে। যদিও পশ্চিমবঙ্গে এই প্রবণতা তুলনামূলক কম, তবে একেবারে যে নেই, তা বলা যাবে না। এই ধরনের কুসংস্কার সমাজে আজও টিকে আছে, বিশেষ করে গ্রামীণ এলাকায়। অধিকাংশ ক্ষেত্রেই এর পেছনে থাকে পারিবারিক বিবাদ, সম্পত্তির লোভ, কিংবা ব্যক্তি আক্রোশ।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/