নিউজ পোল ব্যুরো: হাওড়ার (Hawrah) ভয়াবহ অগ্নিকাণ্ড, গৃহকর্তার রহস্যজনক মৃত্যু লিলুয়া থানার অন্তর্গত তাঁতিপাড়া এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। তবে ঘটনা এখানেই শেষ নয়, বাড়ির মালিক অরুণ রায়কে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত (hanging body) অবস্থায় পাওয়া যায়। এটি আত্মহত্যা (suicide) নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র , তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনার তদন্তে লিলুয়া থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ জানা গিয়েছে, গভীর রাতে এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা। চোখের সামনে তারা দেখেন অরুণ রায়ের বাড়ি আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলছে । আতঙ্কিত হলেও স্থানীয় বাসিন্দারা জলাশয় থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুনের লেলিহান শিখায় (raging flames) গ্রাস করে ফেলে গোটা বাড়ি। প্রথমে সবাই মনে করেছিলেন, অরুণ রায় (victim) হয়তো বাড়ির ভেতরেই আটকে পড়েছেন। কিন্তু কিছুক্ষণ পর বাড়ির কাছেই জলাশয়ের ধারে (near pond) একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন অরুণবাবু। তার স্ত্রী ও সন্তান ঠাকুরনগরে (Thakurnagar) একটি ধর্মীয় অনুষ্ঠানে (religious event) যোগ দিতে গিয়েছিলেন। ফলে বাড়িতে একমাত্র তিনিই ছিলেন।

আরও পড়ুন: http://Malda Abuse: ‘ডাইনি’ সন্দেহে পুত্রবধূর হাতে নির্যাতিত বৃদ্ধা
খবর পাওয়ার পর ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকল বাহিনী । দুটি ইঞ্জিনের সাহায্যে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে (fire controlled) আসে, ততক্ষণে গোটা বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। অরুণ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধারের (dead body recovered) পরেই ঘটনাকে ঘিরে সন্দেহ আরও বেড়েছে। আত্মহত্যার তত্ত্বের পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে, এটি কোনো পারিবারিক বিবাদের জের কিনা, নাকি সম্পত্তি সংক্রান্ত কোনো ষড়যন্ত্র রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা হতে পারে। তবে বিস্ফোরণের ঘটনা এবং বাড়ির ভস্মীভূত হয়ে যাওয়া রহস্যজনক। এরইমধ্যেই লিলুয়া (Hawrah) থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অরুণ রায়ের দেহ ময়নাতদন্তের (post-mortem) জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ (cause of death) স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/15aYTkBNnz/