Asian Wrestling Championship 2025: এশীয় মঞ্চে ভারতীয় কুস্তিগিরদের বড় সাফল্য

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: জর্ডনের আম্মানে অনুষ্ঠিত সিনিয়র এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের (Asian Wrestling Championship 2025) দ্বিতীয় দিনেও ভারতীয় কুস্তিগীরদের জয়ের ধারা অব্যাহত থাকল। মঙ্গলবার সুনীল কুমারের (Sunil Kumar) পর বৃহস্পতিবার গ্রিকো-রোমান ৮৭ কেজি বিভাগে ভারতের দ্বিতীয় ব্রোঞ্জ পদক জিতলেন নীতেশ সিওয়াচ (Nitesh Siwach)। বৃহস্পতিবার নামছেন মেয়েরা।

আরও পড়ুন: Afghanistan Cricket: আফগানদের নতুন ‘ঘর’ কোন দেশ?

বৃহস্পতিবার নীতেশ তুর্কমেনিস্তানের আমানবেরদি আগামাম্মেদভকে ৯-০ ব্যবধানে পরাজিত করেন। ‘ভিক্টরি বাই সাপ্রেশন’ (VSU) এর মাধ্যমে তিনি দাঁড়াতেই দেননি প্রতিপক্ষকে। টুর্নামেন্টের (Asian Wrestling Championship 2025) শুরুতেই বছর বাইশের এই কুস্তিগির কাজাখস্তানের ইলিয়াস গুচিগভকে ৯-০ ব্যাবধানে হারিয়েছিলেন। পরে সেমিফাইনালে ইরানি কুস্তিগির মোহাম্মদহাদি আবদুল্লাহ সারাভির কাছে হেরে গেলেও আগামাম্মেদভের বিরুদ্ধে জিতে ভারতের দ্বিতীয় ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন নীতেশ।

মঙ্গলবার ২০২০ সালের স্বর্ণ বিজয়ী সুনীল কুমার পুরুষদের ৮৭ কেজি বিভাগে ভিক্টরি বাই পয়েন্টসের মাধ্যমে চীনা কুস্তিগীর জিয়াক্সিন হুয়াংকে ৫-১ ব্যবধানে পরাজিত করে ভারতের প্রথম পদক নিশ্চিত করেন। অন্যদিকে পুরুষদের ৫৫ কেজি যোগ্যতা অর্জন রাউন্ডে (Asian Wrestling Championship 2025) নিতিন উত্তর কোরিয়ার ইউ চোই রো-এর কাছে ৯-০ ব্যবধানে হেরে যান, সাগর ঠাকরান পুরুষদের ৭৭ কেজি কোয়ার্টার ফাইনালে জর্ডনের আমরো আবেদ আলফাত্তাহ জামাল সাদেহের কাছে পরাজিত হয়েছেন। বৃহস্পতিবার নামবেন ভারতীয় মহিলা কুস্তিগীররা। পাঁচটি ওজন বিভাগে ভারতে হয়ে প্রতিনিধিত্ব করবেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী অন্তিম পাঙ্ঘাল, নেহা, মুসকান, মনিকা, মানসী লাথার, জ্যোতি বেরওয়াল এবং রিতিকা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই মুহূর্তে আম্মানে‌ই রয়েছেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) ‘র সভাপতি সঞ্জয় সিং। এদিন এক ভিডিওবার্তায় তিনি জানান, “এশিয়ার মঞ্চে পুরুষদের ভারতীয় গ্রিকো-রোমান দল দুটি ব্রোঞ্জ পদক জিতেছে যা আন্তর্জাতিক স্তরে ভারতীয় কুস্তির জন্য গর্বের মুহূর্ত সৃষ্টি করেছে।”