Narendra Modi: অবশেষে জুড়ল ভূস্বর্গ! কাটরা-শ্রীনগর রেল পরিষেবার শুভ সূচনা

দেশ

নিউজ পোল ব্যুরো: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর কাশ্মীর উপত্যকাকে (Kashmir Valley) দেশের অন্যান্য অংশের সঙ্গে রেলপথে যুক্ত করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। আগামী ১৯ এপ্রিল, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কাটরা থেকে শ্রীনগর (Srinagar) পর্যন্ত রেলপথের (Railway) উদ্বোধন করবেন। এই উদ্বোধন উপলক্ষে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেনটি হবে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

আরও পড়ুন: RAW Ban Recommendation: আমেরিকার চাপে ভারতীয় গুপ্তচর সংস্থা!

রেল সূত্রে খবর, উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) সঙ্গে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। একই দিন প্রধানমন্ত্রী কাটরায় একটি জনসভা করবেন সঙ্গে বিশ্বের উচ্চতম রেল সেতু চিনাব ব্রিজেরও পরিদর্শন করবেন। এই চিনাব ব্রিজের (Chenab Bridge) উচ্চতা আইফেল টাওয়ারকেও (Eiffel Tower) ছাড়িয়ে যাবে যা বিশ্বের উচ্চতম রেল আর্চ সেতু হতে চলেছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। যেটি কাশ্মীরের রেলপথ (Kashmir Rail) সম্প্রসারণের সাথে সম্পর্কিত। গত বছরের শেষের দিকে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। যার মধ্যে রয়েছে বহু টানেল এবং চিনাব ব্রিজের নির্মাণ। পরিকল্পনা ছিল যে, ২০২৩ সালের সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগেই এই সেতু উদ্বোধন হবে। যাতে কাশ্মীরও ভারতীয় রেলপথের সঙ্গে যুক্ত হতে পারে। তবে কিছু কারণে সেই সময়সীমা পূর্ণ হয়নি। তবে গত বছরের শেষের দিকে এটি সম্পন্ন হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

শুরুতে পরিকল্পনা ছিল দিল্লি (Delhi) থেকে সরাসরি শ্রীনগর পর্যন্ত রেল পরিষেবা চালু হবে। কিন্তু গোয়েন্দা রিপোর্টের কারণে সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। যদিও বর্তমানে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেল পরিষেবা চালু হচ্ছে যা এপ্রিলে সম্ভব হবে।