BJP Leader Murder: বিজেপি নেতা খুনে গ্রেফতার অভিযুক্ত, রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দলের

অপরাধ দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বুধবার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা অনিল মাহাতোকে। এলাকায় যিনি অনিল টাইগার নামেও পরিচিত ছিলেন। ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের কাঁকে চকে। মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় আততায়ীরা বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি (BJP Leader Murder) চালিয়ে পালিয়ে যায়।

অভিযোগ পাওয়ার পরেই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তকে পিথোরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও পুলিশ উদ্ধার করেছে। ঘটনার পরেই বিজেপি এবং অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (AJSU) রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনার প্রতিবাদে, উভয় বৃহস্পতিবার রাঁচি বন্ধের ডাক দিয়েছে এবং জনসাধারণকে সহযোগিতা করার আবেদন জানিয়েছে। ডিজিপি অনুরাগ গুপ্ত বলেছেন, “ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত দুঃখজনক। “তবে, এটাও সত্য যে রাজ্যে এখন পর্যন্ত ঘটে যাওয়া বেশিরভাগ বড় ঘটনার সমাধান করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতার করা হয়েছে।” রাঁচির এসএসপি জানিয়েছেন, “এনকাউন্টারের পর বিজেপি নেতা অনিল টাইগার হত্যার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার উরুতে গুলি লেগেছে। শনাক্ত হওয়ার পর, পুলিশ তাকে ধাওয়া করতে শুরু করে। পুলিশ দলকে দেখে সে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশ তাকেও। তদন্ত চলছে।”

আরও পড়ুনঃ Pandaveswar: প্রতিবেশীর বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, আক্রান্ত পুলিশ

এই ঘটনার পর, ঝাড়খণ্ড বিজেপির রাজ্য সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। অপরাধীরা নির্ভয়ে জনপ্রতিনিধিদের টার্গেট করছে। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ।” বিজেপির রাজ্য সভাপতি রিমস হাসপাতাল পরিদর্শন করেন এবং মৃতের (BJP Leader Murder) পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ লিখেছেন, “অনিল টাইগারজির হত্যাকাণ্ড মর্মান্তিক। রাজ্যে কেউ নিরাপদ নয়। এই ঘটনার নৈতিক দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।” অন্যদিকে বিজেপি নেতা অনিল টাইগারের হত্যার বিরুদ্ধে এনডিএ নেতারা প্রতিবাদের ডাক দিলে বিজেপি নেতা প্রতুল শাহদেওকে পুলিশ আটকে রাখে বলে অভিযোগ উঠেছে। বাবুলাল মারান্ডি এই নিয়ে বলেছেন, “অপরাধীদের ধরার পরিবর্তে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী রাজনৈতিক নেতাদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে।”

বিজেপি বিধায়ক নবীন জয়সওয়াল ঝাড়খণ্ড সরকারের নিন্দা করে বলেন, ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার গঠনের পর থেকে অপরাধমূলক কার্যকলাপ বেড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকারকে আক্রমণ করে বলেন যে আইনের শাসন ভেঙে পড়েছে এবং অপরাধীরা মুক্ত। কংগ্রেস নেতা সুরেশ কুমার বৈঠা দাবি করেছেন যে এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বলেছেন, “তিনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই ঘটনায় আমি গভীরভাবে আহত। পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT