নিউজ পোল ব্যুরো: কলকাতা থেকে গুয়াহাটি। বদলাল না ছবিটা। শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), আইপিএলের (IPL 2025) উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলির পা ছুঁতে শত শত নিরাপত্তারক্ষীর রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে ঢুকে পড়েছিলেন বর্ধমানের যুবক ঋতুপর্ণ পাখিরা। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে কেকেআরের দ্বিতীয় ম্যাচেও ধরা পড়ল একই ছবি। তবে বিরাট কোহলির (Virat Kohli) পরিবর্তে এবার স্পট লাইটের নিচে রিয়ান পরাগ (Riyan Parag)।
আরও পড়ুন: Harbhajan Singh : সমালোচককে ধন্যবাদ জানালেন হরভজন, স্বীকার করলেন কোন ত্রুটি?
বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম যে শুধু রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ আয়োজন করেছিল তাই নয়। এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল, রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) এখানকার ‘ঘরের ছেলে’। আর শুধু গুয়াহাটি নয়। গোটা অসমজুড়েই রিয়ানকে একজন নায়কের চোখে দেখা হয়। বুধবার তারই প্রতিফলন দেখা গেল কেকেআরের বিরুদ্ধে ম্যাচে। এদিন কেকেআরের উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি’কককে বল করতে যাচ্ছিলেন রিয়ান। ঠিক তখনই নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে মাঠে ঢুকে পড়েন এক ব্যক্তি। রিয়ানের পায়ে পড়ে যান তিনি। এরপর রাজস্থান অধিনায়ককে জড়িয়েও ধরেন তিনি।

অবিকল যেন শনিবারের ইডেন। সেদিন বর্ধমানের জামালপুরের বাসিন্দা তথা বিরাট কোহলির ‘সুপার ফ্যান’ ঋতুপর্ণ পাখিরা অতর্কিতে কাঁটাতারের বেড়া টপকে মাঠে ঢুকে সটান পায়ে গিয়ে পড়েন নিজের আইকনের। যার জেরে শ্রীঘরে রাতও কাটাতে হয় বর্ধমানের যুবককে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গুয়াহাটির ঘটনা একদিকে যেমন এদেশে ক্রিকেটের মাহাত্ম্যটা বিশ্বের দরবারে আরও একবার তুলে ধরল, অন্যদিকে তেমনিই প্রশ্নের মুখে ফেলে দিল আইপিএলের নিরাপত্তা ব্যবস্থাকে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
দু’বারই দুই অনুরাগী তাঁদের আইকনকে ছুঁয়ে দেখতে মাঠে ঢুকে পড়েছেন। কিন্তু এদের বদলে কেউ যদি কোনও অসাধু উদ্দেশ্য নিয়ে মাঠে ঢুকে পড়ত তাহলে কী হতে পারত সেই ভেবেই শিউড়ে উঠছেন নেটিজেনদের একাংশ। যদিও কারও কারও এও দাবি যে, রিয়ান পরাগের (Riyan Parag) ঘটনাটি পুরোপুরি সাজানো। উক্ত ব্যক্তিকে নাকি ১০ হাজার টাকা দিয়ে মাঠে ঢোকানো হয়েছে। অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছেন নেটাগরিকদেরই আরেক দল। তবে সব মিলিয়ে আইপিএলের নিরাপত্তা ব্যবস্থায় যে গাফিলতি আছে, সেটা জলের মতই স্পষ্ট।