Aishwarya Rai Bachchan: দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? ঐশ্বর্যর গাড়ির ঘটনায় বিস্ফোরক তথ্য

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বড়সড় দুর্ঘটনা বচ্চন পরিবারে! বুধবার মুম্বইয়ের (Mumbai) শহরতলী জুহুর কাছাকাছি এক দুর্ঘটনায় পড়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। যদিও এটা নিশ্চিত নয় যে সেই সময় গাড়িটিতে তিনি ছিলেন কিনা! তবে এই নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি, ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) গাড়িতে যে লাল রঙের বাসটি ধাক্কা মেরেছিল সেটি মুম্বইয়ের (Mumbai) সরকারি বাস। যা বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (BEST)-এর অন্তর্ভুক্ত। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল (Viral) হওয়ার পর তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: Aashiqui-3: ডুয়ার্সে বলিউড তারকা! ‘আশিকি ৩’ ছবির শুটিং

সূত্রের খবর, ঐ দুর্ঘটনার পর বাসের চালককে মারধর করা নিয়ে পুলিশের কাছে অভিযোগ ওঠে। এ বিষয়ে আরও জানা গেছে যে, অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) এক নিরাপত্তারক্ষী ঘটনাস্থলে পৌঁছে বাস চালককে চড় মারেন। ঐ সময় চালক বাস থেকে নেমে ঐশ্বর্য রাইয়ের (Aishwarya Rai Bachchan) গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা দেখছিলেন। অন্য একটি বাংলো থেকে একটি বাউন্সার বেরিয়ে এসে বাস চালককে সজোরে থাপ্পড় দেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এরপর বাস চালক পুলিশের কাছে অভিযোগ জানান। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় মুম্বই ট্রাফিক পুলিশ (Mumbai Traffic Police)। পুলিশ এসে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করিয়ে দেয়। নিরাপত্তারক্ষী বাস চালকের কাছে ক্ষমা চান। এরপর বাসটি সান্তাক্রুজের দিকে রওনা হয়।

এই ঘটনার পর ঐশ্বর্য রাই বচ্চনের ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তার কোনো ক্ষতি হয়নি। মঙ্গলবার, ফটোশিকারি বারিন্দর চাওলার ইনস্টাগ্রাম (Instagram) পোস্টে দুর্ঘটনার ভিডিও প্রকাশ পায়। সেখানে দেখা যায়, ঐশ্বর্য রাইয়ের গাড়ির পিছনে একটি লাল বাস ধাক্কা মারে। এরপর তার দেহরক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে এসে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT