নিউজ পোল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হতে চলেছে দুর্গাপুর ব্যারেজ সেতুর (Durgapur Barrage Bridge) সংস্কার কাজ। প্রায় ৭০০ মিটার দীর্ঘ এই সেতুটি ১৯৫৫ সালে দুর্গাপুর ব্যারেজের (Durgapur Barrage) ওপর নির্মিত হয়েছিল। তারপর থেকে বিভিন্ন সময় ক্ষুদ্র পরিসরে সংস্কার করা হলেও, এবার প্রথমবারের মতো বড় আকারে এই সেতুর পুনর্নির্মাণ ও মেরামতের কাজ হাতে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চালকদের অভিযোগ ছিল যে ব্যারেজের যাতায়াতের রাস্তার (Road Surface) বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়েছে। কিছুদিন আগেই একবার সংষ্কার করা হলেও ফের বিভিন্ন জায়গায় রাস্তার পিচ উঠে গিয়ে সমস্যার সৃষ্টি করেছে। এর ফলে যানবাহনের (Vehicles) গতি কমে গিয়ে যানজট (Traffic Congestion) বাড়ছে এবং দুর্ঘটনার (Accident) আশঙ্কাও তৈরি হচ্ছে।
আরও পড়ুন:- Nadia News: সন্দেহের বলি, স্বামীর অস্ত্রের কোপে স্ত্রী আশঙ্কাজনক

এই গুরুত্বপূর্ণ সেতুর উপর দিয়ে প্রতিদিন প্রায় ২৬ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে, যার মধ্যে ৮ হাজার পণ্যবাহী গাড়িও (Heavy Vehicles) রয়েছে। দুর্গাপুর থেকে বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), দুই মেদিনীপুর (East & West Midnapore), এমনকি ওড়িশা (Odisha) ও দক্ষিণ ভারতের (South India) বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে এই সেতুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যারেজের উপর দিয়ে ৯ নম্বর রাজ্য সড়ক (State Highway 9) গিয়েছে, যা বড়জোড়া শিল্পতালুক (Barjora Industrial Area) ও দুর্গাপুর শিল্পাঞ্চলের (Durgapur Industrial Belt) মধ্যে সংযোগ রক্ষা করে। এছাড়া, এই সেতু দিয়ে ভারী ট্রাক (Heavy Trucks), বাস (Buses), মিনিবাস (Minibuses), এবং ছোট গাড়িগুলিও চলাচল করে থাকে। সেতু সংস্কারের কাজ চলাকালীন যান চলাচলের সুবিধার্থে ডাউনস্ট্রিম (Downstream) এলাকায় একটি বিকল্প সড়ক (Alternative Route) তৈরি করা হবে। ৫.৫ মিটার চওড়া এবং ১.২ কিমি দীর্ঘ এই বিকল্প পথের নির্মাণকাজ শুরু হবে ৩ এপ্রিল থেকে। একবার বিকল্প পথ পুরোপুরি তৈরি হয়ে গেলে মূল সেতুর সংস্কার কাজ শুরু করা হবে।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/p/14FCeG3gG2j/
এই সংস্কার প্রকল্পের আওতায় সেতুর ডেক (Bridge Deck) সম্পূর্ণ বদলে ফেলা হবে এবং জয়েন্ট প্লেট (Joint Plate) পরিবর্তনের কাজও করা হবে। ব্যারেজ সেতুর ৫০% ব্লক ধরে ধরে ধাপে ধাপে কাজ করা হবে, যাতে যান চলাচলে খুব বেশি অসুবিধা না হয়। রাজ্য সরকার এই কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা করেছে এবং আগামী ১৫ জুনের মধ্যে পুরো সংস্কার কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর জন্য একটি উচ্চ পর্যায়ের প্রকৌশল টাস্ক ফোর্স (High-Level Engineering Task Force) গঠন করা হয়েছে, যারা পুরো প্রকল্পের দেখভাল করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT