Balurghat News: জেলা চ্যাম্পিয়নশিপে নতুন ইতিহাস, কার হাতে উঠবে শিরোপা?

ক্রীড়া জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভলিবল প্রেমীদের জন্য সুখবর! আগামী ২৯ ও ৩০ মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat News) শহরে অনুষ্ঠিত হতে চলেছে জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ (Vollyball Championship)। প্রতিযোগিতাটি মৈত্রীচক্র ক্লাবের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার (Sports organization) পরিচালনায় আয়োজিত হবে।

আরও পড়ুন: Siliguri Hospital: রোগীর মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

এই উপলক্ষে বৃহস্পতিবার (Thursday) দুপুরে এক সাংবাদিক সম্মেলন (Press Conference) অনুষ্ঠিত হয়, যেখানে ক্লাব কর্তৃপক্ষ চ্যাম্পিয়নশিপের বিস্তারিত তথ্য জানায়। তারা জানিয়েছেন, পুরুষ ও মহিলা উভয় বিভাগের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার সঞ্চালনায় নতুন নিয়ম হিসাবে “লিবারো রুল” চালু করা হয়েছে, যা খেলার গতিশীলতা সহ প্রতিযোগিতামূলকতা বৃদ্ধি করবে। এই নিয়মে প্রতিটি দল একজন বিশেষ খেলোয়াড়কে নির্বাচন করতে পারবে, যিনি কেবলমাত্র ডিফেন্সিভ প্লে করবেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এদিন, বালুরঘাটের (Balurghat News) মৈত্রীচক্র ক্লাবের প্রধান ভবনে চ্যাম্পিয়নশিপের ট্রফি (Vollyball Championship Trophy) উন্মোচন করা হয় যা চ্যাম্পিয়ন দলের সম্মানস্বরূপ প্রদান করা হবে। ক্লাব কর্তৃপক্ষ আশা করছেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং বালুরঘাটের (Balurghat News) ক্রীড়াপ্রেমী দর্শকরা একটি উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করবেন। তাদের মতে, এই ইভেন্টটি বালুরঘাটের ক্রীড়াক্ষেত্রে নতুন উদ্যম ও প্রেরণা নিয়ে আসবে। এর সাথে ভবিষ্যতে আরও বড় মাপের ক্রীড়া অনুষ্ঠানের পথ প্রশস্ত করবে।

মৈত্রীচক্র ক্লাবের কর্মকর্তারা জানান, তারা এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, এলাকার যুবকদের মধ্যে ঐক্য ও সাম্প্রদায়িকতা বৃদ্ধি করতে চান। তারা সকলকে আমন্ত্রণ জানান, উপস্থিত থাকার জন্য যাতে এই ইভেন্টটি সবার জন্য একটি স্মরণীয় ও আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে ওঠে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT