বেতনের দাবিতে পুরসভায় কর্মী বিক্ষোভ

জেলা রাজনীতি

নিজস্ব প্রতিনিধি, হুগলি: বোর্ড মিটিংয়ে ঘেরাও চেয়ারম্যান সহ কাউন্সিলররা। বকেয়া বেতনের দাবিতে আবারও কর্মী বিক্ষোভ চুঁচুড়া পুরসভায়।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন অনিয়মিত হয়ে পড়েছে। দু তিন মাস বাদে এক মাসের বেতন হয়। মাস পড়লে কোন তারিখে বেতন হবে আদৌ হবে কিনা তার নিশ্চয়তাও থাকে না। ফলে কর্মীদের বিক্ষোভ আন্দোলন চলতেই থাকে। এতদিন চেয়ারম্যান ঘেরাও কাজ বন্ধ করে তাঁদের বেতনের দাবি জানিয়েছেন কর্মীরা। এবার সরাসরি বোর্ড মিটিংয়ে গিয়ে ঘেরাও করলেন পুরসভার কাউন্সিলর ও চেয়ারম্যানকে।

আজ মাসের শেষ দিন নিয়ম মত বোর্ড মিটিং করেন চেয়ারম্যান। সব কাউন্সিলররা তাতে যোগ দেন। হুগলি চুঁচুড়া পুরসভার ৩০টি ওয়ার্ড তার মধ্যে একটি ওয়ার্ড সিপিআইএমের দখলে। বাকি ২৯ টি তৃণমূলের।
পুরসভার কর্মীরা প্রতি মাসে বেতন পান না এটা সবারই জানা। তা সত্ত্বেও কেউ কোনও দায়িত্ব নেন না বলে অভিযোগ। আজ বোর্ড মিটিংয়ে সবাইকে পেয়ে কর্মীরা তাঁদের দাবি জানাতে থাকেন।

একটা জুটমিলের মত প্রায় আড়াই হাজার অস্থায়ী কর্মী রয়েছেন চুঁচুড়া পুরসভায়।
তার মধ্যে অনেক ভুতুড়ে কর্মীও আছেন। যাদের কাজে দেখা যায় না অথচ বেতন দিতে হয়। এত লোকের বেতন দিতে ভাঁড়ারে টান পরে পুরসভার। মাস পড়লেই পুরসভা পরিচালকদের চিন্তা বেতনের টাকা আসবে কোথা থেকে। যা ট্যাক্স আদায় হয় তা দিয়ে সবার বেতন হয় না।

আজ শনিবার পুরসভার মিটিং হলের সামনে বসে পরে বিক্ষোভ শুরু করেন কর্মীরা। তাঁরা জানান, মোবাইলে বেতনের মেসেজ ঢুকলে তবেই ছাড়া হবে চেয়ারম্যান ও কাউন্সিলরদের।প্রতি মাসে টালবাহানা আর তাঁরা মানবেন না।

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, পুরসভার বিষয় চেয়ারম্যান আর কাউন্সিলররা বলতে পারবেন, তাঁর জানা নেই।