Domjur: হাত-পা বাঁধা শিশুর দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: হাওড়া (Howrah) ডোমজুড়ের (Domjur) শলপ দাসপাড়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। বছর চারেকের এক শিশুর হাত -পা বাঁধা অবস্থায় নিথর দেহ উদ্ধার হয়েছে। এলাকারই একটি ঝোপের মধ্যে পড়েছিল শিশুর দেহ। যা গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। মৃত শিশুর নাম শেখ আয়ুস(৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথমে পরিবারের লোকজন এবং স্থানীয়রা চারপাশে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ চালায়। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে একটি ঝোপের মধ্যে শিশুটির দেহ পাওয়া যায়। যা দেখে স্থানীয়রা হতবাক হয়ে যান, তা হল শিশুটির হাত-পা বাঁধা ছিল, মুখে ও গলায় আঘাতের চিহ্ন ছিল, এমনকি পিঠে আগুনের ছেঁকা দেখা গেছে। এই ভয়াবহ দৃশ্য দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে যে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। এছাড়া, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা নির্মম নির্যাতনের ইঙ্গিত দেয়। স্থানীয়দের দাবি, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক।

আরও পড়ুন: Sonarpur: ট্রেনের ধাক্কা বাইকে! বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যুবকের

এরইমধ্যেই ডোমজুড় (Domjur) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালিয়েছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে। ফুটেজে দেখা গিয়েছে, শেখ আয়ুসের পেছনে এক অজ্ঞাত পরিচয় বাচ্চা ছেলে হাঁটছে। ওই শিশুর সঙ্গে তার কী সম্পর্ক ছিল এবং সে আদৌ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা নিয়ে তদন্ত করছে ডোমজুড় (Domjur) থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছে।

এই নৃশংস হত্যাকাণ্ডের (Howrah Incident) ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি এলাকায় শিশুদের নিরাপত্তা (Child Safety) নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/18xGMC2J1y/