নিউজ পোল ব্যুরো: আজ বৃহস্পতিবার সেই দিন লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গটা রাজ্য সহ দেশের নজর রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী কি বলবেন সেই দিকেই। ইতিমধ্যেই অক্সফোর্ডের উদ্দেশ্যে (Mamata In Oxford) রওনা দেন লন্ডনের সময় অনুযায়ী দুপর বেলা। একটি লাল বাসে করে প্রতিনিধিদলকে নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে করেন। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। জেনে নিন ভারতীয় কোন সময়ে বিশ্বের অন্যতম নামী বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী।
সূত্রে জানা গিয়েছে, লন্ডনের সময় বিকেল পাঁচটায় (ভারতীয় সময় রাত ১০.৩০মিনিট নাগাদ) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। খবর অনুযায়ী অক্সফোর্ড কর্তৃপক্ষ প্রথমে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। ঘুরিয়ে দেখাবেন ৯২৯ বছর পুরনো বিশ্ববিদ্যালয়। লাইব্রেরি থেকে শুরু করে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেবেন মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীঅক্সফোর্ডের গবেষক-অধ্যাপকদের সঙ্গেও দেখা করবেন । তারপরে হবে সৌজন্য বৈঠক। সৌজন্য বৈঠক শেষ হলেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার আপ্যায়ন-পর্ব সেরে মূল আলোচনা শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মঞ্চে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কলেজের সভাপতি অধ্যাপক জোনাথন মিচি এবং এই কলেজেরই ‘ফেলো’ লর্ড করণ বিলিমোরিয়া। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাঁর জীবনের ওঠাপড়ার, লড়াইয়ে গল্প ভাগ করে নেবেন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে । এই আলোচনা সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে বাংলায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিয়ে আলোচনা করবেন বলেই সূত্রের খবর। কথা বলবেন রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা নিয়ে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প ইউনেসকোয় স্বীকৃতি পেয়েছে। তা নিয়েও হতে পারে আলোচনা। বলা ভালো অক্সফোর্ডে বহু ভারতীয় তথা বাঙালি ছাত্রছাত্রী রয়েছেন। তাঁদের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে উদ্দীপনা তুঙ্গে।
আরও পড়ুনঃ Mamata Banerjee: মমতার বক্তৃতা শুনতে ‘হাউসফুল’ অক্সফোর্ডের সভাঘর, বাড়ছে ওয়েটিং লিস্টও
এদিন অক্সফোর্ডে (Mamata In Oxford) যাওয়ার আগে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানালেন বক্তৃতা দেওয়ার জন্য তিনি আলাদা করে কোনও প্রস্তুতি নেননি। মুখ্যমন্ত্রী জানালেন, “আজ বক্তৃতার জন্য আলাদা করে পড়াশোনা করিনি, জীবনের পথচলা থেকেই তৈরি আমি। আর কানে কানে আমায় কিছু বললেও তথ্য মুখস্থ হয়ে যায়। মুখ্যসচিবকে জিজ্ঞেস করুন। আমি পড়াশোনায় ফাঁকিবাজ, কিন্তু সব খবর রাখি, সবেতে রেডি।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডের যে ঐতিহ্যমণ্ডিত প্রেক্ষাগৃহে বক্তব্য রাখবেন সেই জায়াগায় বাঙালি হিসাবে তাঁর আগে শেষ ভাষণ দিয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন। তাই বলার অপেক্ষা রাখে না যে মমতার এই ভাষণ ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/17cBAHrRV5/