Mamata in Oxford: অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণ, ঠিক যা যা বললেন মমতা

breakingnews আন্তর্জাতিক কলকাতা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার (Mamata in Oxford) মূল বিষয় ছিল মহিলাদের ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়ন। নির্ধারিত সময় মতই শুরু হয় অনুষ্ঠান। বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি বক্তৃতা দিতে নয় বরং রান্না, আঁকা ও সেলাইয়ের কাজ করতেই ভালোবাসেন। এমনকি এই অনুষ্ঠান নিয়ে কোনও প্রস্তুতি নেননি বলেই জানিয়েছিলেন। তবে সত্যি কি তাই। তেমনটা মনে হয়নি। কি কি প্রশ্ন আসতে পারে তার উত্তর দেবেন কি করে তা কিছুটা বুঝেছিলেন বৈকি। আরজি করের ঘটনা ও টাটা নিয়ে প্রশ্ন আসতে যেভাবে উত্তর দিয়েছেন সেটা বেশ নজরকাড়া।

আরও পড়ুন: Mamata In Oxford: অক্সফোর্ডে বাংলার মুখ্যমন্ত্রী, কোন সময়ে দেবেন ভাষণ

এদিন বক্তৃতার (Mamata in Oxford) শুরুতে মমতা বলেন, ‘আমাকে আপনারা বারেবারে আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে আমি রাজনৈতিক-সহ নানা কারণে আগে আসতে না পারার জন্য দুঃখিত।’ তারপরেই নিজের জীবনের লড়াই সংগ্রাম দিয়ে বক্তৃতা শুরু করেন। মুখ্যমন্ত্রী শুরুতেই বলেন ”৯ বছরে বাবাকে হারিয়েছিলাম। ছোট থেকেই আমাকে লড়াই করতে হয়েছে।’ এদিন মুখ্যমন্ত্রী কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস করার অর্জিও জানিয়েছেন।মমতা বললেন, “ভারতের শুরুটা হোক কলকাতা থেকে।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ধারণা মতই এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুটে এসেছিল আরজি করের ঘটনা নিয়ে প্রশ্নবাণ (Mamata in Oxford)। সাফ জানালেন, “এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তনাধীন। কেন্দ্র দেখছে। বিচারাধীন বিষয়। আমাদের কিছু জিজ্ঞেস করবেন না।” এসেছে টাটাকে নিয়েও প্রশ্ন। সেই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বললেন, “আমি মিথ্যা বলছি না। ঠিক মতো জেনে তারপর বলুন। বাংলায় টাটার কগনিজেন্ট আছে। এটা গণতন্ত্র। সকলের প্রশ্ন করার অধিকার আছে। আপনাদের বিরোধিতায় আমি উৎসাহ পাই।”সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বললেন, ‘কর্মসংস্থানের গেটওয়ে কলকাতা। চাকরির গন্তব্য কলকাতা।’