নিউজ পোল ব্যুরো: বৈশাখ আসতে এখনও কিছুটা দেরি, তবে দক্ষিণবঙ্গে (South Bengal) তার আগেই গরমে নাজেহাল বঙ্গবাসী (WB Weather) সকাল হতে না হতেই রোদের তেজ এতটাই বাড়ছে যে, বাইরে বেরোলেই শরীর ঘেমে একাকার! গ্রীষ্মের (Summer Season) দাপট এতটাই বেশি যে, সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে (Western Districts) তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে বলে পূর্বাভাস (Weather Forecast) মিলেছে।আবহাওয়া দফতর (Meteorological Department) জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের বেলা প্রচণ্ড গরম অনুভূত হলেও, সকালে ও বিকেলের দিকে কলকাতা (Kolkata) সহ দক্ষিণের বেশ কিছু জেলায় (Southern Districts) আবহাওয়া কিছুটা মনোরম থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারদ চড়বে এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
আরও পড়ুন:- Today Forecast: চৈত্রেই চরম গরম! দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই!
বিশেষ করে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman), পুরুলিয়া (Purulia) ও ঝাড়গ্রাম (Jhargram)-এর মতো জেলাগুলিতে (Districts) গরমের দাপট ভয়াবহ রূপ নিতে পারে। এই জেলাগুলিতে আগামী কয়েকদিনে ‘হট ডে’ (Hot Day) পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশেষত পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় লু (Heat Wave)-এর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু পশ্চিমাঞ্চলের জেলাগুলিই নয়, মহানগর কলকাতার তাপমাত্রাও (Kolkata Temperature) লাফিয়ে বাড়ছে। গত তিনদিনে (WB Weather) শহরের গড় তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) তথ্য অনুযায়ী, আজ দুপুরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী কয়েকদিনে শহরের তাপমাত্রা আরও বাড়বে। আলিপুর হাওয়া অফিসের মতে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rainfall) কোনও সম্ভাবনা নেই। ফলে গরম আরও বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও তীব্র হবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এদিকে, উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতি কিছুটা আলাদা। যদিও এখানেও আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে বৃহস্পতিবার থেকে উত্তরের কিছু জেলায় (Northern Districts) বৃষ্টি হতে পারে। বিশেষত কালিম্পং (Kalimpong), দার্জিলিং (Darjeeling) ও জলপাইগুড়ি (Jalpaiguri)-তে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Thunderstorm and Rain) হতে পারে। তবে শনিবার আবহাওয়া (WB Weather) শুষ্ক থাকবে। রবিবার থেকে আবার দার্জিলিং অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের জন্য আসন্ন কয়েকটি দিন বেশ কঠিন হতে চলেছে। গ্রীষ্মের (Summer) দাবদাহ থেকে রেহাই পেতে সবাইকে সচেতন থাকতে হবে। আগামী সপ্তাহে আবহাওয়ার (Weather Condition) আরও কী পরিবর্তন হয়, তার জন্য চোখ রাখতে হবে হাওয়া অফিসের পরবর্তী আপডেটগুলিতে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-vhttps://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT