নিউজ পোল ব্যুরো: দেশের অন্যতম শীর্ষ টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ভারতী এয়ারটেল (Bharti Airtel)। বুধবার ভারতে তার নতুন ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন (Internet Protocol Television) আইপিটিভি (Airtel IPTV Service) পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে। এই নতুন পরিষেবার আওতায় গ্রাহকরা ২৯ টি জনপ্রিয় OTT স্ট্রিমিং অ্যাপের মাধ্যমে তাদের পছন্দের কনটেন্ট (Content) দেখতে পারবেন। এই অ্যাপগুলির মধ্যে রয়েছে Amazon Prime Video, Apple TV+, Netflix, ZEE5 ইত্যাদি। এয়ারটেল তাদের নতুন IPTV প্ল্যানে ৬০০টি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এবং উচ্চ গতি সম্পন্ন ওয়াই-ফাই পরিষেবা (WiFi service) প্রদান করবে, যা বাড়ি এবং অফিসে দুই জায়গাতেই ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: Sahkar Taxi: চালকরা হবেন লাভবান, OLA-UBER-কে টেক্কা দিতে নতুন পরিষেবা শুরু করছে কেন্দ্র
এয়ারটেল আইপিটিভি পরিষেবার (Airtel IPTV Service) মূল খরচ প্রতি মাসে ৬৯৯ টাকা থেকে শুরু। এই প্ল্যানে গ্রাহকরা ৩৫০টি টেলিভিশন চ্যানেল, ২৬টি OTT অ্যাপ এবং ৪০ Mbps স্পিডে ওয়াই-ফাই (WiFi) পাবেন। একই সুবিধা ৮৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে। তবে সেখানে ইন্টারনেট স্পিড থাকবে ১০০ Mbps। ১০৯৯ টাকার প্ল্যানেও হাইস্পিড ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে, যেখানে ২০০ Mbps স্পিড এবং ২৮ টি স্ট্রিমিং অ্যাপ (Streaming app) রয়েছে। এই প্ল্যানের সঙ্গে Apple TV+ এবং Amazon Prime Video সাবস্ক্রিপশনও থাকবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য আরও উন্নত প্ল্যানও প্রদান করছে, যেমন ১৫৯৯ টাকা এবং ৩০০০ টাকার প্ল্যান যেখানে Netflix স্ট্রিমিং অ্যাপ পাওয়া যাবে। এই প্ল্যানে গ্রাহকরা ২৯টি অ্যাপ, ৩৫০ টি টিভি চ্যানেল। যথাক্রমে ৩০০ Mbps এবং ১ Gbps ইন্টারনেট স্পিড উপভোগ করতে পারবেন।
এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে নতুন গ্রাহকরা ৩০ দিন পর্যন্ত বিনামূল্যে এই সমস্ত পরিষেবা পাবেন। বর্তমানে ভারতজুড়ে ২০০০ টি শহরে আইপিটিভি (Airtel IPTV Service) পরিষেবা উপলব্ধ। কিছু সপ্তাহের মধ্যে দিল্লি, রাজস্থান, অসম ও উত্তর-পূর্ব রাজ্যগুলিতেও এটি চালু হবে। নতুন গ্রাহকরা আইপিটিভি পরিষেবা উপভোগ করার জন্য তাদের বর্তমান ওয়াই-ফাই প্ল্যান আপগ্রেড করতে পারবেন অথবা নতুন প্ল্যান কিনে সুবিধা নিতে পারবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT