নিউজ পোল ব্যুরো: সাতসকালেই কলকাতা শহরের কেন্দ্রস্থলে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা (kolkata road accident)। শুক্রবার সকালে স্কুটিতে (scooter) চেপে যাওয়ার সময় কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) একটি ডাম্পারের (dumper) ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা। গুরুতর আহত অবস্থায় তাঁর স্বামী বর্তমানে এনআরএস হাসপাতালে (NRS Hospital) চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ট্যাংরার (Tangra) ৬৯, ডিসি দে রোডের (DC Dey Road) কাছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকালবেলা ওই দম্পতি স্কুটিতে করে কোথাও যাচ্ছিলেন। ৩৬ নম্বর ডিসি দে রোডের কাছে আচমকাই পুরসভার একটি ডাম্পার তাদের স্কুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কার ফলে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন।
আরও পড়ুন:- Road Accident: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত ৪
স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে। এরপর তড়িঘড়ি তারা পুলিশকে খবর দেয়। গুরুতর জখম অবস্থায় দু’জনকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা মহিলাকে মৃত (death) ঘোষণা করেন। তার স্বামী মারাত্মক আহত অবস্থায় ভর্তি রয়েছেন। এখনও পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি। হাসপাতাল সূত্রে খবর, আহত ব্যক্তির জ্ঞান ফিরলে তার পরিচয় জানা যাবে। পাশাপাশি পুলিশ তাকে এই ঘটনা (Kolkata Road Accident) নিয়ে জিজ্ঞাসাবাদও করবে। দুর্ঘটনার খবর পেয়েই ট্রাফিক পুলিশের (Traffic Police) ফ্যাটাল স্কোয়াড (Fatal Squad) ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের তরফ থেকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ডাম্পারের অতিরিক্ত গতি (overspeeding) ও চালকের গাফিলতিই (negligence) এই দুর্ঘটনার মূল কারণ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। ঘটনার সময় তিনি মাদকগ্রস্ত (drunk driving) ছিলেন কি না, তা পরীক্ষা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ (CCTV footage) সংগ্রহ করে দেখা হচ্ছে, যাতে দুর্ঘটনার আসল কারণ জানা যায়।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
কলকাতা পুরসভার ডাম্পারের বিরুদ্ধে বেপরোয়া গতিতে (reckless driving) চলার অভিযোগ নতুন কিছু নয়। শহরের বহু জায়গায় এই ধরনের আবর্জনা বহনকারী গাড়িগুলির অনিয়ন্ত্রিত চলাচল পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে (Kolkata Road Accident)।