নিউজ পোল ব্যুরো: একের পর এক তাজা বোমা (Explosives) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম (Birbhum Case) জেলার লাভপুরে। শুক্রবার ভোর রাতে লাভপুর থানার পুলিশ অভিযান চালিয়ে গোপালপুরের (Gopalpur) একটি মাঠ থেকে বিপুল পরিমাণ তাজা বোমা (Fresh Bombs) উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি ড্রামের (Drum) মধ্যে থেকে মোট ৩৭টি বোমা (Explosives) উদ্ধার হয়েছে।

লাভপুর থানার পুলিশ এরইমধ্যেই তদন্ত (Investigation) শুরু করেছে। কে বা কারা এই বোমাগুলি রেখে গেল এবং এগুলো কোথা থেকে আনা হয়েছিল, সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে লাভপুর থানার পুলিশ (Labpur Police Station)। এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক (Political) যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Mumbai: আইআইএম মুম্বইয়ের ক্যাম্পাসিংয়ে নজিরবিহীন সাফল্য

প্রধানত, বীরভূমের (Birbhum Case) একের পর এক বোমা (Explosives) উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। একটি নয়, একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। স্থানীয়দের দাবি, বারবার এমন ঘটনা ঘটায় নিরাপত্তা (Security) নিয়ে প্রশ্ন উঠছে। কেউ কেউ আশঙ্কা করছেন, সামনে বিধানসভা (Assemblies) নির্বাচন (Election) থাকায় এর সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্র (Conspiracy) থাকতে পারে। বারবার এমন বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক (Fear) ছড়িয়ে পড়েছে। একের পর এক বিস্ফোরক উদ্ধারের ফলে এলাকাবাসী নিরাপত্তা (Security) নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। স্থানীয়দের মতে, বীরভূমে ক্রমাগত এ ধরনের ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের আশঙ্কা, সামনে বিধানসভা নির্বাচন (Election) থাকায় এই ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্রের (Conspiracy) অংশ হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বীরভূমের (Birbhum Case) এই সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক (Political) মহল ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তের মাধ্যমে আসল অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। বারবার বোমা উদ্ধারের পিছনে কি কোনো ষড়যন্ত্র (Conspiracy) লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ (Police) প্রশাসন। এই বিপুল পরিমান তাজা বোমা (Explosives) মজুতের পেছনে কারা আছে এবং তাদের মূল লক্ষ্য কী? এই সমস্ত উত্তরের আসায় চাতক পাখির মত চেয়ে রয়েছেন সব মহলই।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/