নিউজ পোল ব্যুরো: ভিসা জালিয়াতি নিয়ে উদ্বেগ প্রকাশ ভারত সরকারের! এক ধাক্কায় ২০০০ ভারতীয় ভিসার আবেদন বাতিল করে দিল আমেরিকা। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর অভিবাসন এবং ভিসা নীতির উপর আরও কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই কড়া নীতি মেনে বুধবার মার্কিন দূতাবাস (US Embassy) প্রায় দু’হাজার ভিসা (Visa) আবেদন বাতিল করেছে।
মার্কিন দূতাবাস (Donald Trump) সূত্রে খবর, এই পদক্ষেপটি মূলত জালিয়াতি বা অসৎ উদ্দেশ্যে করা আবেদনগুলির কারণে নেওয়া হয়েছে। তাদের ভাষায়, অনেক আবেদন রোবটের মাধ্যমে করা হয়েছিল বা সেগুলির উদ্দেশ্য ছিল অসৎ। এই আবেদনের মধ্যে ভিসা (Visa) প্রসেসিংয়ের নিয়ম ভাঙা এবং অন্যান্য ত্রুটির কারণে এসব আবেদন বাতিল করা হয়েছে। দূতাবাসের (Donald Trump) এক্স হ্যান্ডলে (X handle) বলা হয়েছে, “আমরা কোনও ধরনের অসৎ কার্যকলাপ বা সিস্টেমে ত্রুটি সহ্য করি না।”
আরও পড়ুন: Mamata in Oxford: অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণ, ঠিক যা যা বললেন মমতা
বিশেষ করে, ভারতে মার্কিন ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে ব্যাপক বিলম্ব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বি১ (ব্যবসায়িক) এবং বি২ (পর্যটন) ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষার সময় বেড়ে গেছে। ২০২২-২৩ সালে অনেক আবেদনকারীকে ৮০০ থেকে ১০০০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমেরিকান দূতাবাস ভারতে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। যেমন জার্মানি (Germany) এবং থাইল্যান্ডের (Thiland) ব্যাঙ্ককে বিশেষভাবে ভারতীয়দের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/
ভারত সরকার বারবার এই বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ২০২২ সালে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে এই বিষয়টি উত্থাপন করেছিলেন। তবে বাইডেন প্রশাসন কোভিড-১৯ (Covid-19) মহামারীকে এর জন্য দায়ী করেছে। এছাড়াও, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের ভিসা অনুমোদনও কমে গেছে, যা তাঁদের ওপর গভীর প্রভাব ফেলছে। এই নতুন পদক্ষেপের ফলে, ভিসা আবেদনকারী ভারতীয়দের মধ্যে আরও আতঙ্ক এবং অসন্তোষ সৃষ্টি হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT