নিউজ পোল ব্যুরো: ভারতের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে চলেছে ‘ক্রিশ ৪’। তবে দীর্ঘদিন ধরে এই সিনেমার পরিচালক এবং প্রযোজকের বিষয়টি ছিল অন্ধকারে। সব বাধা পেরিয়ে এবার নিজেই সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan)। প্রথমবারের মতো অভিনয় (Acting) ছাড়িয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? ঐশ্বর্যর গাড়ির ঘটনায় বিস্ফোরক তথ্য
সূত্রের খবর, ‘ক্রিশ ৪’ সিনেমার পরিচালনা করবেন হৃত্বিক রোশন (Hrithik Roshan) নিজেই। এর পাশাপাশি বাজেটের সমস্যা থেকেও মুক্তি মিলেছে এই ছবির। এতদিন সিনেমার (Cinema) বাজেট বেশি হওয়ায় ছবির শুটিং (Shooting) শুরু হচ্ছিল না। যা ছিল একটি বড় সমস্যা। তবে এখন সেই সমস্যাও মিটে গেছে।
এদিকে এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেন রাকেশ রোশন (Rakesh Roshan) এবং আদিত্য চোপড়া (Aditya Chopra)। অর্থাৎ, ‘যশরাজ ফিল্মস’ (Yashraj Films) প্রযোজনা করবে ‘ক্রিশ ৪’। এই খবর সামনে আসতেই নেটিজেনরা ও সিনেমাপ্রেমীরা উচ্ছ্বাসিত। রাকেশ রোশনও (Rakesh Roshan) এই বিষয়ে একটি আবেগপ্রবণ পোস্ট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় (Social media)। সেখানে তিনি লিখেছেন, “২৫ বছর আগে আমি তোমাকে (Hrithik Roshan) অভিনেতা হিসেবে সুযোগ দিয়েছিলাম, ২৫ বছর পর সেই তোমাকেই পরিচালক হিসেবে লঞ্চ করতে যাচ্ছি আমি এবং আদিত্য চোপড়া (Aditya Chopra)। আমাদের স্বপ্নের প্রজেক্ট ‘ক্রিশ ৪’ তুমি এগিয়ে নিয়ে যাও, তোমার সাফল্য কামনা করি।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে দীর্ঘদিন ধরেই এক অপেক্ষার তৈরি হয়েছিল। পরিচালক ও বাজেট নিয়ে সমস্যার কারণে ছবিটি একাধিক বার পিছিয়ে গেছে। মূলত, ‘ক্রিশ ৪’ সিনেমাটি প্রথমে ২০২৩ সালে মুক্তির কথা ছিল, কিন্তু বাজেটের কারণে তা ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে যায়। তবে, এখন সকল সমস্যা সমাধান হয়ে গেছে। এই ছবি শীঘ্রই ফ্লোরে উঠতে চলেছে।
উল্লেখ্য, ‘ক্রিশ ৪’ এর বাজেট প্রায় ৭০০ কোটি টাকা অতিক্রম করেছে। যা একটি বিশাল পরিমাণ। তবে, এই বিশাল বাজেটের কারণে ছবির শুটিং এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল। এখন পরিচালক হিসেবে হৃত্বিক রোশন নিজে এগিয়ে আসায় সমস্ত সমস্যা কেটে গেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT