নিউজ পোল ব্যুরো: বীরভূমের (Birbhum News) নানুর অঞ্চলের চারকলগ্রাম (Charkalgram) আবারও উৎসবের আমেজে মাতোয়ারা। প্রতি বছরের মতো এবারও ধুমধাম করে পালিত হচ্ছে রাধা মাধব পূজো (Radha Madhav Puja)। এই পূজাকে কেন্দ্র করে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান (Cultural Program) ও বিশাল মেলা (Fair)।

পূজার অন্যতম আকর্ষণ হরিনাম সংকীর্তন (Harinam Sankirtan)। এ বছরও একশোরও বেশি সংকীর্তন দল গ্রাম প্রদক্ষিণ করে, ভক্তদের মধ্যে সৃষ্টি করে এক ভক্তিময় পরিবেশ। চারদিকে শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য আর সংকীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এই শুভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ (Kajol Sheikh) এবং নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি (Bidhan Chandra Maji)। তারা সংকীর্তন দলের সদস্যদের শুভেচ্ছা জানান এবং পূজার আয়োজকদের প্রশংসা করেন। রাধা মাধবের পূজো কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন ধর্মের মানুষ এই বিশেষ দিনে মন্দিরে (Temple) এসে প্রণাম করেন, প্রসাদ গ্রহণ করেন এবং আশীর্বাদ নেন।
আরও পড়ুনঃMumbai: আইআইএম মুম্বইয়ের ক্যাম্পাসিংয়ে নজিরবিহীন সাফল্য

গ্রামবাসীদের উদ্যোগে স্থানীয় শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় (Mela) স্থানীয় দোকানিরা নানা ধরনের সামগ্রী বিক্রি করছেন, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বীরভূম (Birbhum News) জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এই উৎসবের মাহাত্ম্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার” (Religion is personal, but festival is for all)। তিনি আরও বলেন, “এই পূজো ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে আনন্দ করেন।” চারকলগ্রামের রাধা মাধব পূজো আজ শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং সকলের মিলনক্ষেত্র হয়ে উঠেছে। বছরের পর বছর এই উৎসব ধর্মীয় গণ্ডি পেরিয়ে সম্প্রীতির বার্তা বহন করে চলেছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/