Delhi CM Rekha Gupta: রাজধানীর দূষণ রুখতে নতুন পদক্ষেপ, কী বললেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত?

দেশ

নিউজ পোল ব্যুরো: রাজধানীর(Delhi) বায়ুদূষণ রোধে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত (Delhi CM Rekha Gupta)। দায়িত্ব নেওয়ার কিছু দিনের মধ্যেই দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন তিনি। দূষণ (Pollution) এমন একটি সমস্যা যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এর প্রভাব কমানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, দিল্লির ভয়াবহ দূষণের পেছনে অন্যতম প্রধান কারণ হল প্রতিবেশী রাজ্য, বিশেষ করে হরিয়ানা ও পাঞ্জাবে কৃষকদের খড় পোড়ানো (Stubble Burning)। এছাড়া দিল্লির ভিতরেই বেশ কিছু কারণ রয়েছে, যেমন: অতিরিক্ত যানবাহনের ধোঁয়া (Vehicular Emissions), নির্মাণকাজের ধুলাবালি (Construction Dust), রাস্তা সংস্কার ও সম্প্রসারণ (Roadwork Pollution)। এই সমস্ত কারণে দিল্লির বাতাস ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে এবং শ্বাসযন্ত্রের নানা সমস্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শীতকালে (Winter Pollution), বাতাসে দূষণের মাত্রা ভয়ঙ্কর রূপ নেয়, যা অসংখ্য মানুষকে শ্বাসকষ্টজনিত রোগে (Respiratory Diseases) আক্রান্ত করছে।

আরও পড়ুন:- VISA Scam : মানুষের বদলে আবেদন রোবটের, ২ হাজার ভারতীয়কে ভিসা দেবে না আমেরিকা

নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত (Delhi CM Rekha Gupta) স্পষ্টভাবে জানিয়েছেন যে, ‘দূষণ নিয়ন্ত্রণে আমরা দিল্লিকে লন্ডনের (London) মতো বানানোর চেষ্টা করব না, বরং বাস্তবসম্মত পদক্ষেপ নেব। দিল্লিকে দূষণমুক্ত করতে আমাদের কেন্দ্রীয় সংস্থা, প্রতিবেশী রাজ্য, এমসিডি (MCD) ও এনডিএমসি (NDMC)-র সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।’’ এই লক্ষ্যে দিল্লি সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত শীতকালে মাত্র দুই মাস জল ছিটানোর (Water Sprinkling) মেশিন চালু থাকত, কিন্তু এবার নতুন পরিকল্পনা অনুযায়ী, বৃষ্টির দুই মাস বাদ দিয়ে বাকি পুরো ১০ মাসই এই ব্যবস্থা চালু থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র শীতকালে নয়, বরং গ্রীষ্মকালেও (Summer Pollution) বাতাসে প্রচুর ধুলোবালি (Dust Pollution) ছড়িয়ে পড়ে, বিশেষ করে প্রবল বাতাসের কারণে। তাই, সারা বছরই রাস্তা ও নির্মাণস্থলে নিয়মিত জল ছিটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

দিল্লির দূষণ কমানোর এই নতুন উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে, শহরের বায়ু মানের (Air Quality) উন্নতি ঘটতে পারে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর (Delhi CM Rekha Gupta) এই পদক্ষেপ দিল্লিবাসীর জন্য সত্যিই আশার আলো হয়ে উঠতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT