নিউজ পোল ব্যুরো: রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম ‘সবুজ সাথী’ (Sabuj Sathi) প্রকল্প। এই প্রকল্পের অধীনে শুক্রবার ফের একবার বিধাননগরে (Bidhannagar) সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। দশম পর্যায়ের এই সাইকেল প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সল্টলেকের (Salt Lake) নয় নম্বর ট্যাংকের কাছে অবস্থিত আম্বেদকার পার্কে (Ambedkar Park)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী ও বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজিত বসু (Sujit Bose), বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty), পৌরনিগমের (Municipal Corporation) উচ্চপদস্থ আধিকারিক, মেয়র পরিষদের সদস্য, পৌর প্রতিনিধিরা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
আরও পড়ুন:- Jadavpur University: উপাচার্যহীন যাদবপুর, ভাস্কর গুপ্তকে অপসারণ রাজ্যপালের

অনুষ্ঠান শুরু হয় বাংলার রাজ্য সংগীতের (State Song) মাধ্যমে।এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় সাইকেল বিতরণ পর্ব। এই অনুষ্ঠানে সল্টলেকের (Bidhannagar) চারটি বিদ্যালয়ের (schools) মোট ৫০০ জন ছাত্রছাত্রীকে নতুন সাইকেল প্রদান করা হয়। ২০১৫ সালে পশ্চিমবঙ্গের (West Bengal Government) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ‘সবুজ সাথী’ প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের আওতায় নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল (bicycle) প্রদান করা হয়, যাতে তারা সহজে বিদ্যালয়ে যেতে পারে এবং তাদের শিক্ষাক্ষেত্রে কোনো বাধা না আসে। এই পর্যন্ত বিধাননগর অঞ্চলে মোট ৩৩ হাজারেরও বেশি শিক্ষার্থী এই প্রকল্পের সুবিধা পেয়েছে। এবারের দশম পর্যায়ে আরও সাড়ে তিন হাজার সাইকেল বিতরণ করা হবে বলে বিধাননগর পৌর নিগম সূত্রে জানা গিয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দমকল মন্ত্রী ও বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজিত বসু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের উন্নতির জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প (welfare schemes) গ্রহণ করেছেন। তার মধ্যে ‘সবুজ সাথী’ অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার পড়ুয়া উপকৃত হচ্ছে। পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Scheme) বহু মেয়েকে পড়াশোনার সুযোগ এনে দিয়েছে। আমি মনে করি, মহিলারাই একটি দেশের শক্তি, আর মুখ্যমন্ত্রী আমাদের গর্ব।” বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তার বক্তব্যে বলেন, “ভবিষ্যতের ভিত্তি মজবুত করতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। মুখ্যমন্ত্রী ভেবেছেন, যদি ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়, তবে তাদের যাতায়াতের সমস্যা দূর হবে এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে পারবে। সেই লক্ষ্যেই আজকের এই উদ্যোগ।” অনুষ্ঠানে (Bidhannagar) সাইকেল হাতে পেয়ে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই জানিয়েছেন, প্রতিদিন বিদ্যালয়ে যেতে তাদের দীর্ঘ পথ অতিক্রম করতে হয়, এবং এই সাইকেল তাদের সেই সমস্যার সমাধান করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT